দেবযানীকে নিয়ে দিল্লি-ওয়াশিংটন সম্পর্কের টানাপোড়ন

0
379
Print Friendly, PDF & Email

দেবযানী খোবরাগাড়ের গ্রেপ্তারকে কেন্দ্র করে দিল্লি-ওয়াশিংটন বিরোধ এতোটাই চরমে যে মার্কিন কংগ্রেসের এক প্রতিনিধিদলের সঙ্গে প্রস্তাবিত বৈঠকও বাতিল করে দিয়েছেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সুশীলকুমার শিন্ডে ও কংগ্রেস সহসভাপতি রাহুল গান্ধী।

দেবযানীর বিরুদ্ধে জাল ভিসার সাহায্যে সঙ্গীতা রিচার্ড নামে এক ভারতীয় পরিচারিকাকে আমেরিকা নিয়ে যাওয়ার অভিযোগ তুলেছে মার্কিন প্রশাসন। বৃহস্পতিবার সকালে মেয়েকে স্কুলে দিয়ে যাওয়ার পথে তাকে গ্রেপ্তার করা হয়। তাকে, জামাকাপড় খুলে তল্লাশি করা হয় বলেও অভিযোগ।

এক কূটনীতিকের এই হেনস্থাকে বর্বরোচিত বলেছেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা শিবশঙ্কর মেনন। যদিও, মার্কিন স্বরাষ্ট্রদপ্তর শনিবার জানিয়ে দিয়েছে কূটনৈতিক সম্পর্ক নিয়ে ভিয়েনা চুক্তিতে যা বলা রয়েছে, তার আওতায় দেবযানী পড়েন না।

শেয়ার করুন