জয়পুরহাটে সংঘর্ষে আহত ইউপি সদস্য জামায়াত কর্মীর মৃত্যু

0
124
Print Friendly, PDF & Email

জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল কাদের মোল্লার ফাঁসির প্রতিবাদে গত রবিবার দেশব্যাপী হরতাল চলাকালে জয়পুরহাটে সংঘর্ষে গুলিবিদ্ধ জামায়াতের এক কর্মী মারা গেছেন।

নিহত আবদুর রহমান (৫১) পুরানাপৈল ইউনিয়নের সদস্য (ইউপি সদস্য) ও জামায়াতে ইসলামীর কর্মী।

রবিবার হরতাল চলাকালে জয়পুরহাট সদরের পুরানাপৈল ইউনিয়নের হালট্রি গ্রামে জামায়াত-শিবির নেতাকর্মীদের সঙ্গে আইন-শৃঙ্খলা বাহিনীর সংঘর্ষে তিনি গুলিবিদ্ধ হন।

সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ঢাকার একটি হাসাপাতালে মারা যান আবদুর রহমান। জেলা জামায়াতের পক্ষ থেকে তার মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে।

নিহত আবদুর রহমানের বাড়ি একই ইউনিয়নের তুলাট গ্রামে। এ নিয়ে রবিবারের ওই সংঘর্ষে নিহতের সংখ্যা চারজনে দাঁড়ালো।

এদিকে, জয়পুর সদর উপজেলার হালট্রি গ্রামে নেতাকর্মীদের ওপর গুলিবর্ষণ ও হত্যার প্রতিবাদে জেলা জামায়াতের ডাকে আজ জয়পুরহাট জেলায় সকাল-সন্ধ্যা হরতাল ও একই সঙ্গে ১৮দলের অবরোধ চলছে।

শেয়ার করুন