বুয়েটে ককটেল বিস্ফোরণ: দুই যুবককে গণধোলাই

0
571
Print Friendly, PDF & Email

রাজধানীর বাংলাদেশ প্রকৌশল বিশ্ব বিদ্যালয়ের (বুয়েট) সামনে মঙ্গলবার দুপুরে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ সময় দুই যুবককে গণধোলই দিয়েছে উত্তেজিত জনতা। গণধোলাইয়ের শিকার দুই যুবক হলেন, প্রিন্স (২৬) ও আক্তার হোসেন (২৩)। তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত প্রিন্স জানান, মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে আমরা বাংলাদেশ প্রকৌশল বিশ্ব বিদ্যালয়ের (বুয়েট) সামনে দাঁড়িয়ে ছিলাম। ওই সময়ে দুইটি ককটেল বিস্ফোরিত হয়। কিন্তু কারা এই ককটেলের বিস্ফোরণ ঘটিয়েছে তা আমরা জানি না। কিন্তু ওই সময়ে এলাকার লোকজন এসে আমাদেরকে সন্দেহ করে মারধর করেন।

আহত প্রিন্স একটি অনলাইন নিউজ পেপারের বার্তা সম্পাদকের দায়িত্ব পালন করছেন। তিনি লক্ষীপুর জেলার দুলাল মিয়ার ছেলে।

অপরদিকে আক্তার হোসেন নিজেকে ঢাকা বিশ্ব বিদ্যলয়ের ছাত্র হিসেবে দাবি করেছেন। তিনি নরসিংদী জেলার রায়পুরা থানার আমিরগঞ্জ গ্রামের ফরিদ মিয়ার ছেলে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ডাক্তার জানিয়েছেন, তাদের অবস্থা আশঙ্কাজনক।

ঘটনার সত্যতা স্বীকার করে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম জানান, পুলিশ হাসপাতালে গেছে। ঘটনাটি সুষ্ঠু তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

শেয়ার করুন