সেক্স-টিংয়ে আসক্ত কিশোর-কিশোরীরা

0
222
Print Friendly, PDF & Email

প্রতি চারজন কিশোর-কিশোরীর একজন যৌন উদ্দীপক মুঠোফোন বার্তা আদান প্রদানে আসক্ত। যৌন উদ্দীপক মুঠোফোন বার্তাকে ইংরেজি ভাষায় সেক্স-টিং বলে। টেক্সটিং থেকে সেক্স-টিং শব্দের সৃষ্টি।
বিহেভিয়ার অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি জার্নাল পরিচালিত এক জরিপে এই তথ্য পাওয়া গেছে। ৫০০ টিনেজার যাদের বয়স ১৫ থেকে ১৮ বছর, তাদের উপর পরিচালিত হয় এই জরিপ। জরিপের ২৬ শতাংশ অংশগ্রহণকারীই সেক্স-টিংয়ে রীতিমত আসক্ত। শুধু মেসেজই না, মাল্টিমিডিয়া মেসেজের মাধ্যমে ছবিও পাঠানোয় তাদের আগ্রহ আছে।
বন্ধু এবং প্রেমিক বা প্রেমিকাদের কারণে বাধ্য হয়ে সেক্স-টিং করে কিশোর কিশোরীরা। এতে যে তাদের সামাজিক অসম্মান বা ব্ল্যাক মেইলের শিকার হওয়ার আশঙ্কা আছে-এটা তারা গুরুত্ব দেয় না।-টেলিগ্রাফ

শেয়ার করুন