পুলিশি নির্যাতনে নিহত চকরিয়া উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক আব্দুল হালিমের জানাজা শেষে লাশ নিয়ে মিছিলকে কেন্দ্র করে পুলিশ-বিএনপি নেতাকর্মীদের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে। এ সময় পুলিশের গুলিতে জাকের হোসেন নামে একজন নিহত হয়েছে।
শুক্রবার বিকেল সাড়ে ৩ টার দিকে চকরিয়া কেন্দ্রীয় বাসটার্মিনাল থেকে শুরু হয়ে সংঘর্ষ পুরো চিরিঙ্গা সদরে ছড়িয়ে পড়ে। এসময় পুলিশ শতাধিক রাউন্ড গুলি ও টিয়ার সেল নিক্ষেপ করে। নেতাকর্মীরা চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে কমপক্ষে অর্ধশত গাড়ি ভাঙচুর করে। ওই সড়কে যান চলাচল বন্ধ রয়েছে।
আওয়ামী লীগের সন্ত্রাসী গ্রুপ পুলিশের সাথে যোগ দিলে সংঘর্ষ ভয়াবহ আকার ধারণ করে। এ সময় অনেকে গুলিবিদ্ধ হয়েছে। বিকাল সাড়ে ৪টায় রিপোর্ট লেখা পর্যন্ত থেমে থেমে সংঘর্ষ চলছিল।