আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রায় চূড়ান্ত। এতদিন দলের মনোনয়নের ক্ষেত্রেও বড় ধরনের পরিবর্তনের যে কথা শোনা যাচ্ছিল তা নাও হতে পারে।
কারণ হিসেবে আওয়ামী লীগের একজন সিনিয়র নেতা জানান, বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট নির্বাচনে অংশ না নিলে আওয়ামী লীগের দলীয় মনোনয়নের ক্ষেত্রে বড় ধরনের কোনো পরিবর্তন আসবে না। বুধবার আওয়ামী লীগের সভানেত্রীর ধানম-ির রাজনৈতিক কার্যালয়ে দলীয় মনোনয়ন চূড়ান্ত ও মহাজোটের শরিকদের কোথায় কোন আসন দেয়া যেতে পারে সে ব্যাপারে নীতিগত সিদ্ধান্ত নেয়া হয়েছে।
শনিবার সম্ভাব্য প্রার্থীদের চিঠি দিয়ে জানিয়ে দেয়া হবে। তবে কোনো কোনো ক্ষেত্রে একাধিক প্রার্থীকে প্রাথমিক পর্যায়ে মনোনয়ন দেয়া হতে পারে। সেক্ষেত্রে মাঠে প্রার্থীর অবস্থান পর্যালোচনা করে একজনকে চূড়ান্ত করা হবে।
দলীয় একটি সূত্র জানা গেছে, সম্ভাব্য প্রার্থীরা হলেন চট্টগ্রাম-১ ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, চট্টগ্রাম-২ ফখরুল আনোয়ার, চট্টগ্রাম-৩ এ বি এম আবুল কাসেম, চট্টগ্রাম-৪ (মহাজোটের জন্য সংরক্ষিত/এমএ সালাম), চট্টগ্রাম-৫ এ বি এম ফজলে করিম চৌধুরী, চট্টগ্রাম-৬ মোহাম্মদ হাছান মাহমুদ, চট্টগ্রাম-৭ (মহাজোট), চট্টগ্রাম-৮ নুরুল ইসলাম বি. এসসি, চট্টগ্রাম-৯ মো. আফছারুল আমীন, চট্টগ্রাম-১০ খোরশেদ আলম সুজন, চট্টগ্রাম-১১ সামশুল হক চৌধুরী, চট্টগ্রাম-১২ সাইফুজ্জামান চৌধুরী। কক্সবাজার-১ সালাহ উদ্দিন আহমদ সিআইপি, কক্সবাজার-২ বিজ্ঞানী ড. আনছারুল করিম কক্সাবাজার-৩ সাইমুম সরওয়ার কমল, কক্সবাজার-৪ অধ্যাপক হামিদুল হক চৌধুরী। পার্বত্য খাগড়াছড়ি যতীন্দ্র লাল ত্রিপুরা, রাঙামাটি দীপঙ্কর তালুকদার, বান্দরবান বীর বাহাদুর।
নাটোর-১ (শরিক দল)। নাটোর-২ শফিকুল ইসলাম শিমুল, নাটোর-৩ জুনাইদ আহমেদ পলক, নাটোর-৪ মো. আব্দুল কুদ্দুস, সিরাজগঞ্জ-১ মোহাম্মদ নাসিম, সিরাজগঞ্জ-২ ডা. হাবিবে মিল্লাত (মুন্না), সিরাজগঞ্জ-৩ আলহাজ গাজী ইসহাক হোসেন তালুকদার, সিরাজগঞ্জ-৪ মো. শফিকুল ইসলাম, সিরাজগঞ্জ-৫ মো. আব্দুল লতিফ বিশ্বাস, সিরাজগঞ্জ-৬ চয়ন ইসলাম। পাবনা-১ শামসুল হক টুকু, পাবনা-২ মির্জা আব্দুল জলিল, পাবনা-৩ মকবুল হোসেন, পাবনা-৪ শামসুর রহমান শরিফ (ডিলু), পাবনা-৫ গোলাম ফারুক খন্দকার।
গাইবান্ধা-১ (মহাজোটের জন্য সংরক্ষিত) গাইবান্ধা-২ মাহাবুব আরা বেগম গিনি, গাইবান্ধা-৩ (মহাজোটের জন্য সংরক্ষিত), গাইবান্ধা-৪ মো. মনোয়ার হোসেন চৌধুরী, গাইবান্ধা-৫ মো. ফজলে রাব্বী মিয়া, বগুড়া-১ আব্দুল মান্নান, বগুড়া-২ শিল্পপতি আলহাজ আকরাম হোসেন, বগুড়া-৩ লায়ন আলহাজ আনছার আলী মৃধা, বগুড়া-৪ মহাজোট/রেজাউল আশরাফ জিন্নাহ, বগুড়া-৫ মো. হাবিবর রহমান, চাঁপাইনবাবগঞ্জ-১ গোলাম রাব্বানী, চাঁপাইনবাবগঞ্জ-২ মু. জিয়াউর রহমান, চাঁপাইনবাবগঞ্জ-৩ মো. আব্দুল ওদুদ, বগুড়া-১ ড. সিদ্দিকুর রহমান।
মেহেরপুর-১ ফরহাদ হোসেন, মেহেরপুর-২ সাহিদুজামান খোকন, কুষ্টিয়া-১ অ্যাডভোকেট সরোয়ার জাহান বাদশা, কুষ্টিয়া-২ (মহাজোটের জন্য সংরক্ষিত), কুষ্টিয়া-৩ মাহবুব-উল আলম হানিফ, কুষ্টিয়া-৪ আব্দুর রউফ, চুয়াডাঙ্গা-১ আজিজুল ইসলাম আজাদ, চুয়াডাঙ্গা-২ মো. আলী আজগার, ঝিনাইদহ-১ মো. আব্দুল হাই, ঝিনাইদহ-২ মো. সফিকুল ইসলাম, ঝিনাইদহ-৩ সাজ্জাতুজ জুম্মা, ঝিনাইদহ-৪ আব্দুল মান্নান, যশোর-১ শেখ আফিল উদ্দিন, যশোর-২ এবিএম আহসানুল হক, যশোর-৩ শাহীন চাকলাদার, যশোর-৪ রণজিত কুমার রায়, যশোর-৫ স্বপন ভট্টাচার্য, যশোর-৬ শাহ হাদীউদজ্জামান, মাগুরা-১ মোহাম্মদ সিরাজুল আকবর, মাগুরা-২ বীরেন শিকদার, নড়াইল-১ মো. কবিরুল হক, নড়াইল-২ অ্যাডভোকেট সুভাষ চন্দ্র বোস, বাগেরহাট-১ শেখ হেলাল উদ্দীন, বাগেরহাট-২ কামরুজ্জামান টুকু, বাগেরহাট-৩ তালুকদার আব্দুল খালেক, বাগেরহাট-৪ ডা. মোজাম্মেল হক, খুলনা-১ পঞ্চানন বিশ্বাস, খুলনা-২ মিজানুর রহমান মিজান, খুলনা-৩ বেগম মুন্নুজান সুফিয়ান, খুলনা-৪ মোস্তফা রশীদি সুজা, খুলনা-৫ প্রফেসর ড. মো. মাহাবুব-উল ইসলাম, খুলনা-৬ নুরুল হক। সাতক্ষীরা-১ এ বি এম নজরুল ইসলাম, সাতক্ষীরা-২ মো. নজরুল ইসলাম (মহাজোটের জন্য সংরক্ষিত) সাতক্ষীরা-৩ লে. কর্নেল (অব.) জামায়েত আলী।
বরগুনা-১ ধীরেন্দ্র দেবনাথ সম্ভু, বরগুনা-২ শওকত হাসানুর রহমান লিমন, পটুয়াখালী-১ অ্যাডভোকেট শাহজাহান মিয়া (শরিক দল), পটুয়াখালী-২ আ স ম ফিরোজ, পটুয়াখালী-৩ আ খ ম জাহাঙ্গীর হোসাইন, পটুয়াখালী-৪ মো. মাহবুবুর রহমান, ভোলা-১ মাহবুবুর রহমান হিরন/অ্যাভোকেট ইউসূফ হোসেন হুমায়ুন, ভোলা-২ তোফায়েল আহমেদ, ভোলা-৩ নুরুন্নবী চৌধুরী শাওন, ভোলা-৪ আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব, বরিশাল-১ আবুল হাসনাত আব্দুল্লাহ, বরিশাল-২ জেপির জন্য সংরক্ষিত/তালুকদার মো. ইউনুস, বরিশাল-৩ মহাজোটের জন্য সংরক্ষিত/আফজাল হোসেন, বরিশাল-৪ মাঈদুল ইসলাম, বরিশাল-৫ মাহাবুব উদ্দিন আহমেদ, বরিশাল-৫ ব্রিগেডিয়ার জেনারেল হাফিজ মলি্লক (জাতীয় পার্টির জন্য সংরক্ষিত), ঝালকাঠি-১ (জেপির জন্য সংরক্ষিত), ঝালকাঠি-২ আমির হোসেন আমু। পিরোজপুর-১ (মহাজোটের জন্য সংরক্ষিত/সাইদুর রহমান), পিরোজপুর-২ (জেপি/ইসহাক আলী খান পান্না), পিরোজপুর-৩ সাদেকুর রহমান।
টাঙ্গাইল-১ ড. মো. আব্দুর রাজ্জাক, টাঙ্গাইল-২ আশরাফুজ্জামান স্মৃতি, খন্দকার আসাদুজ্জামান, টাঙ্গাইল-৪ আবদুল লতিফ সিদ্দিকী, টাঙ্গাইল-৬ খন্দকার আবদুল বাতেন, টাঙ্গাইল-৭ মো. একাব্বর হোসেন, টাঙ্গাইল-৮ শওকত মোমেন শাহজাহান, জামালপুর-১ আবুল কালাম আযাদ, জামালপুর-২ ফরিদুল হক খান দুলাল, জামালপুর-৩ মির্জা আজম, জামালপুর-৪ ডা. মো. মুরাদ হাসান, জামালপুর-৫ রেজাউল করিম হীরা, শেরপুর-১ আতিউর রহমান আতিক, শেরপুর-২ মতিয়া চৌধুরী, শেরপুর-৩ এসএম ওয়ারেছ নাইম।
ময়মনসিংহ-১ প্রমোদ মানকিন, ময়মনসিংহ-২ হায়াতোর রহমান খান, ময়মনসিংহ-৩ মজিবুর রহমান ফকির, ময়মনসিংহ-৪ (মহাজোটের জন্য সংরক্ষিত), ময়মনসিংহ-৫ কে এম খালিদ, ময়মনসিংহ-৬ মো. মোসলেম উদ্দিন, ময়মনসিংহ-৭ রেজা আলী, ময়মনসিংহ-৮ মাহমুদ হাসান সুমন, ময়মনসিংহ-৯ মেজর জেনারেল আবদুস সালাম, ময়মনসিংহ-১০ ফাহিম গোলন্দাজ, ময়মনসিংহ-১১ কাজিমুদ্দিন আহমেদ ধনু।
নেত্রকোনা-১ মোশতাক আহমেদ রুহী, নেত্রকোনা-২ কর্নেল (অব.) নূর খান, নেত্রকোনা-৩ শামসুল কবির খান, নেত্রকোনা-৪ শফি আহমেদ, নেত্রকোনা-৫ ওয়ারেসাত হোসেন বেলাল, কিশোরগঞ্জ-১ সৈয়দ আশরাফুল ইসলাম, কিশোরগঞ্জ-২ অ্যাড. সোহরাব উদ্দিন কিশোরগঞ্জ-৩ (মহাজোটের জন্য সংরক্ষিত/ড. মিজানুল হক), কিশোরগঞ্জ-৪ রেজোয়ান আহমেদ তৌফিক, কিশোরগঞ্জ-৫ আফজাল হোসেন, কিশোরগঞ্জ-৬ নাজমুল হাসান পাপন। মানিকগঞ্জ-১ এ বি এম আনোয়ারুল হক, মানিকগঞ্জ-২ মহাজোট/মুশফিকুর রহমান খান হান্নান, মানিকগঞ্জ-৩ জাহিদ মালেক রতন।
ঢাকা-১ আব্দুল মান্নান খান, ঢাকা-২ মো. কামরুল ইসলাম, ঢাকা-৩ নসরুল হামিদ, ঢাকা-৪ ড. আওলাদ হোসেন, ঢাকা-৫ হাবিবুর রহমান মোল্লা, ঢাকা-৬ সাঈদ খোকন, ঢাকা-৭ মোস্তফা জালাল মহিউদ্দিন, ঢাকা-৮ (মহাজোট), ঢাকা-৯ সাবের হোসেন চৌধুরী, ঢাকা-১০ এ কে এম রহমতুল্লাহ, ঢাকা-১১ আসাদুজ্জামান খাঁন, ঢাকা-১২ শেখ ফজলে নূর তাপস, ঢাকা-১৩ জাহাঙ্গীর কবির নানক, ঢাকা-১৪ মো. আসলামুল হক, ঢাকা-১৫ কামাল আহমেদ মজুমদার, ঢাকা-১৬ মো. ইলিয়াস উদ্দিন মোল্লাহ্, ঢাকা-১৭ (মহাজোট), ঢাকা-১৮ বেগম সাহারা খাতুন, ঢাকা-১৯ ডা. এনামুল হক, ঢাকা-২০ বেনজীর আহমদ।
গাজীপুর-১ আ ক ম মোজাম্মেল হক, গাজীপুর-২ মো. জাহিদ আহসান রাসেল, গাজীপুর-৩, গাজীপুর-৪ বেগম সিমিন হোসেন (রিমি), গাজীপুর-৫ আখতারুজ্জামান, নরসিংদী-১ মোহাম্মদ নজরুল ইসলাম, নরসিংদী-২ আনোয়ারুল আশরাফ খান, নরসিংদী-৩ সিরাজুল ইসলাম মোল্লা, নরসিংদী-৪ নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন, নরসিংদী-৫ রাজি উদ্দিন আহমেদ। নারায়ণগঞ্জ-১ গোলাম দস্তগীর গাজী, নারায়ণগঞ্জ-২ মো. নজরুল ইসলাম বাবু, নারায়ণগঞ্জ-৩ আবদুল্লাহ-আল কায়সার, নারায়ণগঞ্জ-৪ শামীম ওসমান, মুন্সীগঞ্জ-১ মুন্সীগঞ্জ-২ সাগুফতা ইয়াসমিন, মুন্সীগঞ্জ-৩ মোহাম্মদ মহিউদ্দিন, রাজবাড়ী-১ কাজী কেরামত আলী, রাজবাড়ী-২ মো. জিললুল হাকিম। ফরিদপুর-১ লিয়াকত সিকদার, ফরিদপুর-২ সৈয়দা সাজেদা চৌধুরী, ফরিদপুর-৩ খন্দকার মোশাররফ হোসেন, ফরিদপুর-৪ কাজী জাফর উল্লাহ, গোপালগঞ্জ-১ মুহাম্মদ ফারুক খান, গোপালগঞ্জ-২ শেখ ফজলুল করিম সেলিম, গোপালগঞ্জ-৩ শেখ হাসিনা। মাদারীপুর-১ নূরে আলম চৌধুরী (লিটন চৌধুরী), মাদারীপুর-২ শাজাহান খান, মাদারীপুর-৩ ড. আব্দুস সোবহান গোলাপ, শরীয়তপুর-১ বি এম মোজাম্মেল হক, শরীয়তপুর-২ কর্নেল (অব.) শওকত আলী, শরীয়তপুর-৩ নাহিম রাজ্জাক।
সুনামগঞ্জ-১ অ্যাডভোকেট শামীমা শাহরিয়ার, সুনামগঞ্জ-২ সুরঞ্জিত সেনগুপ্ত, সুনামগঞ্জ-৩ এম এ মান্নান, সুনামগঞ্জ-৪ নুরুল হুদা মুকুট, সুনামগঞ্জ-৫ মুহিবুর রহমান মানিক।
সিলেট-১ বদর উদ্দিন আহমেদ কামরান, সিলেট-২ শফিকুর রহমান চৌধুরী, সিলেট-৩ মাহমুদ উস সামাদ চৌধুরী, সিলেট-৪ ইমরান আহমদ, সিলেট-৫ হাফিজ আহমদ মজুমদার। সিলেট-৬ নুরুল ইসলাম নাহিদ, মৌলভীবাজার-১ মো. শাহাব উদ্দিন, মৌলভীবাজার-২ মহাজোট/সুলতান মোহাম্মদ মনসুর, মৌলভীবাজার-৩ সৈয়দ মহসিন আলী, মৌলভীবাজার-৪ মো. আব্দুস শহীদ, হবিগঞ্জ-১ শাহনেওয়াজ গাজী (মিলাদ গাজী), হবিগঞ্জ-২ মো. আব্দুল মজিদ খান, হবিগঞ্জ-৩ ড. রেজা কিবরিয়া, হবিগঞ্জ-৪ এনামুল হক।
ব্রাহ্মণবাড়িয়া-১ মোহাম্মদ ছায়েদুল হক, ব্রাহ্মণবাড়িয়া-৩ র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী, ব্রাহ্মণবাড়িয়া-৪ মোহাম্মদ শাহআলম, ব্রাহ্মণবাড়িয়া-৬ এ বি তাজুল ইসলাম, কুমিল্লা-১ মোহাম্মদ সুবিদ আলী ভূঁইয়া, কুমিল্লা-৪ এ বি এম গোলাম মোস্তফা, কুমিল্লা-৫ আব্দুল মতিন খসরু, কুমিল্লা-৬ আ ক ম বাহাউদ্দিন, কুমিল্লা-৭ অধ্যাপক মো. আলী আশরাফ, কুমিল্লা-৮ আব্দুল হাকিম, কুমিল্লা-৯ মো. তাজুল ইসলাম, কুমিল্লা-১০ ড. কামরুজ্জামান, কুমিল্লা-১১ মো. মুজিবুল হক, চাঁদপুর-১ ড. মহীউদ্দীন খান আলমগীর, চাঁদপুর-২ মোফাজ্জেল হোসেন চৌধুরী মায়া, চাঁদপুর-৩ সুজিত রায় নন্দী, চাঁদপুর-৫ মেজর (অব.) রফিকুল ইসলাম, বীরউত্তম
নোয়াখালী-১ ড. শিরিন শারমীন চৌধুরী, নোয়াখালী-২ ড. জামাল উদ্দিন আহম্মেদ, নোয়াখালী-৩ মিনহাজ আহম্মেদ জাবেদ, নোয়াখালী-৪ মোহাম্মদ একরামুল করিম চৌধুরী, নোয়াখালী-৫ ওবায়দুল কাদের, নোয়াখালী-৬ মোহাম্মাদ আলী, ফেনী-১ মোস্তাফিজুর রহমান দুলাল, ফেনী-২ ইকবাল সোবহান চৌধুরী, ফেনী-৩ মো. আবুল বাশার।
পঞ্চগড়-১ মো. মুনির হোসেন, পঞ্চগড়-২ নূরুল ইসলাম সুজন, ঠাকুরগাঁও-১ রমেশ চন্দ্র সেন, ঠাকুরগাঁও-২ দবিরুল ইসলাম, ঠাকুরগাঁও-৩ মহাজোট/ইমদাদুল হক, দিনাজপুর-১ মনোরঞ্জন শীল গোপাল (বিকল্প সতীশ চন্দ্র রায়), দিনাজপুর-২ খালিদ মাহমুদ চৌধুরী, দিনাজপুর-৩ ইকবালুর রহিম, দিনাজপুর-৪ এ এইচ মাহমুদ আলী, দিনাজপুর-৫ মুস্তাফিজুর রহমান ফিজার, দিনাজপুর-৬ শিবলী সাদিক।
নীলফামারী-২ আসাদুজ্জামান নূর, কুড়িগ্রাম-২ মো. জাফর আলী, কুড়িগ্রাম-৪ জাকির হোসেন, নীলফামারী-৪ ইঞ্জিনিয়ার শেখ সেকেন্দার আলী। লালমনিরহাট-১ মোতাহার হোসেন, নওগাঁ-১ সাধন চন্দ্র মজুমদার, নওগাঁ-২ শহীদুজ্জামান সরকার, নওগাঁ-৩ অ্যাডভোকেট হারুন অর রশীদ, নওগাঁ-৪ এস এম ব্রাহানী সুলতান মাহমুদ (গামা), নওগাঁ-৫ আব্দুল মালেক, নওগাঁ-৬ শাহীন মনোয়ারা হক, রাজশাহী-১ মতিউর রহমান, রাজশাহী-৩ জিনাতুন নেছা তালুকদার, রাজশাহী-৪ এনামুল হক, রাজশাহী-৫ এ এইচ এম খায়রুজ্জামান লিটন, রাজশাহী-৬ মো. শাহরিয়ার আলম।
দলীয় একটি সূত্র জানিয়েছেন, বিএনপি জোট নির্বাচনে আসা না আসার উপর নির্ভর করছে এ তালিকা। বিএনপি নির্বাচনে এলে এ তালিকায় বড় ধরনের পরিবর্তন আসতে পারে।