বগুড়ায় রবিবার থেকে ৩৬ ঘণ্টার হরতাল ডেকেছে বিএনপি

0
238
Print Friendly, PDF & Email

বগুড়ায় আগামী রবিবার থেকে ৩৬ ঘণ্টা হরতাল ডেকেছে বিএনপি। ভোটার তালিকায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ জাতীয় নেতৃবৃন্দের নাম অন্তর্ভুক্তি ও গ্রেফতারকৃত নেতাকর্মীদের মুক্তি দাবি এবং অবরোধ চলাকালে পুলিশের গুলিতে নিহতের প্রতিবাদে এই হরতাল আহ্বান করা হয়।

শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে জেলা বিএনপি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এই হরতালের ডাক দেয় হয়। রবিবার ভোর ৬টা থেকে সোমবার সন্ধ্যা ৬টা পর্যন্ত এই হরতাল চলবে।

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন জেলা বিএনপি সভাপতি ও ১৮ দলের আহ্বায়ক ভিপি সাইফুল ইসলাম।

শেয়ার করুন