অবরোধ শেষে সারা দেশে ১৮ দলের বিক্ষোভ শনিবার

0
113
Print Friendly, PDF & Email

একতরফা তফসিল বাতিল, ৭১ ঘণ্টা অবরোধে বিরোধী নেতাকর্মীকে হত্যা-নির্যাতন, মিথ্যা মামলা ও এজেন্ট দিয়ে বাসে অগ্নিসংযোগের প্রতিবাদে শনিবার সারা দেশে বিক্ষোভ সমাবেশ কর্মসূচি দিয়েছে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট।

শুক্রবার নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন বিএনপির যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির আহমেদ রিজভী।

তিনি জানান, কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে দুপুর ২টায় সমাবেশের অনুমতি চেয়ে ঢাকা মেট্টোপলিটন পুলিশ কমিশনারের (ডিএমপি) কাছে চিঠি দিবে বিএনপি।

রিজভী অভিযোগ করেন, ‘অবরোধকারীদের মধ্যে নিজেদের লোক ঢুকিয়ে সরকার সারা দেশে নাশকতা চালাচ্ছে।’

তিনি প্রশ্ন রেখে বলেন, ‘আমরা কীভাবে নাশকতা করব? আমাদের তো রাস্তায় নামতেই দেয়া হচ্ছে না। নেতাকর্মীরা রাস্তায় নামলেই পাইকারিহারে সরকারের পুলিশ বাহিনী গুলি করছে। অগ্নিসংযোগ, ভাঙচুর-নাশকতার মাধ্যমে মানুষ হত্যার এই পরিকল্পনা সরকারের।’

বিএনপির এই যুগ্ম মহাসচিব বলেন, ‘সরকারের এই বিভৎস্য একের পর এক সিরিজ নাশকতার পরিকল্পনায় বিশ্বব্যাপী নিন্দার ঝড় উঠেছে। জার্মান রাষ্ট্রদূত বিএনপি নেতাদের মুক্তির দাবির পরই তার বাসায় ককটেল হামলা হয়েছে। এর থেকে কী বোঝা যায় না, এসব কারা ঘটাচ্ছে?’

অথচ কতিপয় গণমাধ্যম বিএনপিকে জড়িয়ে বিভ্রান্তিমূলক সংবাদ পরিবেশন করছে বলেও জানান তিনি।

রিজভী বিএনপির নেতাকর্মীদের উদ্দেশে বলেন, ‘আপনারা শান্তিপূর্ণ কর্মসূচি পালন করুন। মনে রাখবেন- দেহ হচ্ছে আমাদের ঢাল। দেহ দিয়েই সরকারের পেটোয়া বাহিনীর গুলি প্রতিহত করতে হবে।’

যারা নাশকতা করছে, তাদের ব্যাপারে নেতাকর্মীদের সতর্ক থাকারও আহ্বান জানান তিনি। বলেন, ‘বিএনপিকে আন্দোলন থেকে বিরত রাখতেই সরকার নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা দিচ্ছে।’

শেয়ার করুন