বিজয় দিবসের কুচকাওয়াজ বাতিল

0
135
Print Friendly, PDF & Email

এবারের বিজয় দিবসের কুচকাওয়াজ বাতিল করা হয়েছে। সূত্র জানায়, প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে মন্ত্রিপরিষদ বিভাগকে চিঠি দেয়া হয়েছে।

এর পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার সংশ্লিষ্টদের কাছে চিঠি পাঠিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সিনিয়র সচিব মোল্লা ওয়াহেদুজ্জামান স্বাক্ষরিত ওই চিঠিতে বলা হয়, দশম জাতীয় নির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষায় সব বাহিনী নিয়োজিত থাকবে। তাই চলতি বছর বিজয় দিবসের প্যারেড অনুষ্ঠিত হবে না। প্রধানমন্ত্রীও বিষয়টিতে সম্মতি দিয়েছেন।

তবে সংশ্লিষ্টরা বলছেন, কুচকাওয়াজ বাতিল বিরল ঘটনা। প্রতিবছর ১৬ ডিসেম্বর আগারগাঁওয়ের প্যারেড গ্রাউন্ড মাঠে বিজয় দিবসের কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। এতে অভিবাদন গ্রহণ করেন সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক রাষ্ট্রপতি।

কুচকাওয়াজে দেশের গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, হাইকমিশনার ও উন্নয়ন সহযোগী দাতা সংস্থার প্রতিনিধিদের আমন্ত্রণ জানানো হয়।

শেয়ার করুন