বাংলাদেশের নির্বাচন পূর্ব সহিংসতার জন্য শেখ হাসিনাকে দায়ী করে যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সংবাদপত্র নিউইয়র্ক টাইমস-এ প্রকাশিত সম্পাদকীয়’র প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় অনুসারে গত ২৬ নভেম্বর নিউইয়র্ক টাইমস-এ মুদ্রিত সংস্করণের মতামত পাতায় দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আকরামুল কাদের লিখিত এই প্রতিবাদটি প্রকাশিত হয়। যেখানে আকরামুল কাদের বলেছেন, ‘প্রকাশিত সম্পাদকীয়তে বাংলাদেশের যে চিত্র তুলে আনা হয়েছে আমি তাতে ভিন্নমত পোষণ করছি। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে ‘অকার্যকর’ আখ্যায়িত করে দেয়া সুপ্রিম কোর্টের রায় এবং ‘অনির্বাচিত ও অসাংবিধানিক’ ব্যবস্থাকে প্রতিহত করতে এই ব্যবস্থা বাতিলের পরামর্শের পরিপ্রেক্ষিতেই সংসদ এই সিদ্ধান্ত নিয়েছে।”
আর চলমান সহিংসতার জন্য প্রধান বিরোধীদল বিএনপিকে দায়ী করে তিনি আরো বলেন, “এই বিশৃঙ্খলা তৈরির জন্যই পুলিশ কিছু রাজনীতিবিদকে আটক করতে বাধ্য হয়েছে।”
এছাড়া সমঝোতার জন্য সরকারের দেয়া প্রস্তাবও বিরোধীদল প্রত্যাখান করেছে বলে জানান তিনি।
গত সপ্তাহে ‘পলিটিক্যাল ক্রাইসিস ইন বাংলাদেশ’ শীর্ষক এই সম্পাদকীয়টি নিউইয়র্ক টাইমস প্রকাশ করে।