বর্তমান পরিবেশ বহাল থাকলে নির্বাচনে যাবো না: এরশাদ

0
185
Print Friendly, PDF & Email

জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ বলেছেন, নির্বাচনের সুষ্ঠু পরিবেশ এখনো নিশ্চিত হয়নি। এ অবস্থা চলতে থাকলে নির্বাচন হবে কিনা তা নিয়ে সংশয় রয়েছে। তাছাড়া জাপা নির্বাচনে যাবে কিনা তা নিয়েও সংশয় আছে।

বৃহস্পতিবার দুপুরে বারিধারার একটি হোটেলে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, মনে করেছিলাম আমি নির্বাচনে গেলে সব দল যাবে। সংঘাত বন্ধ হবে। কিন্তু তা হয়নি। নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ডও তৈরি হয়নি। তাছাড়া মনোনয়নের যে সময়সীমা দেয়া হয়েছে, তার ভেতরে মনোনয়ন দাখিল সম্ভব নয়। এঅবস্থায় জাপা নির্বাচনে যাবে কিনা, তা নিয়ে সন্দেহ রয়েছে।

তিনি বলেন, জোট গঠনের চেষ্টা করেছিলাম। জোটবিহীন নির্বাচন করা কঠিন হয়ে যাবে। সেক্ষেত্রে ইসলামী দলগুলো আমার সাথে আসবে। বিশেষ করে চরমোনাই পীর।

শেয়ার করুন