খালেদাকে মাঠে নামার পরামর্শ হাসিনার

0
112
Print Friendly, PDF & Email

আন্দোলন করতে হলে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে মাঠে নামার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার সকালে আওয়ামী লীগের পার্লামেন্টারি বোর্ডের বৈঠকের শুরুতেই দলের সভাপতি এ মন্তব্য করেন।

তফসিল প্রত্যাখ্যান করে ১৮ দলীয় জোটের ৭১ ঘণ্টার অবরোধ কর্মসূচির মধ্যেই বিরোধীদলীয় নেতার উদ্দেশ্যে শেখ হাসিনা বলেন, ‘আন্দোলন করতে হলে মাঠে নামেন।’

বিরোধী দল আন্দোলনের নামে শিশুদের সন্ত্রাসী হিসাবে গড়ে তুলছে বলেও তিনি অভিযোগ করেন।

বিরোধী দলের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, “গুজব ছড়িয়ে লাভ নেই। নির্ধারিত সময়েই নির্বাচন হবে। জনগণ সেই নির্বাচনে অংশ নেবে।”

শেয়ার করুন