পদে থেকে প্রার্থী হতে পারবেন মেয়ররা

0
168
Print Friendly, PDF & Email

জাতীয় সংসদ নির্বাচনে স্থানীয় সরকার প্রতিষ্ঠানের সিটি করপোরেশন মেয়র, উপজেলা ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা সংসদ নির্বাচনে অংশ নিতে চাইলে পদত্যাগ করতে হবে।

তবে পৌরসভার মেয়ররা স্বপদে থেকে নির্বাচনে কোনো বাধা নেই।

দশম সংসদ নির্বাচনে আগ্রহী দলীয় ও স্বতন্ত্র প্রার্থীরা ২ ডিসেম্বর পর্যন্ত রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করতে পারবে।

৫ জানুয়ারি দশম জাতীয় সংসক নির্বাচনের ভোটের তারিখ রয়েছে।

সংসদ বহাল রেখে দলীয় সরকারের অধীনে নির্বাচন হওয়ায় সরকারের মন্ত্রী ও সংসদ সদস্যরা স্বপদে থেকে নির্বাচনে অংশ নিচ্ছে।

ইতোমধ্যে রিটার্নিং কর্মকর্তারা কিছু ব্যক্তিদের [প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও স্থানীয় সরকার প্রতিনিধিদের নির্বাচনে অংশ নেয়ার বিষয়ে] মনোনয়নপত্র গ্রহণ করবে কি না তা জানতে মৌখিক নির্দেশনা চেয়েছে।

বুধবার কমিমন সভায় এসব বিষয়ে পর্যালোচনা হয়েছে।

নির্বাচন কমিশনার মো. শাহনেওয়াজ সাংবাদিকদের বলেন, “রিটার্নিং কর্মকর্তাদের কিছু সুবিধা-অসুবিধা নিয়ে আমরা আলোচনা করেছি। বৃহস্পতিবার সবকিছু পর্যালোচনা করে সিইসি জানাবেন। মাঠপর্যায়েও নির্দেশনা দেয়া হবে।”

মেয়ররা স্বপদে থেকে নির্বাচনে অংশ নিতে পারবেন না বলেও উল্লেখ করেন তিনি।

ইসি কর্মকর্তারা জানান, সাবেক ঢাকা মেয়র সাদেক হোসেন খোকা নবম সংসদে অংশ নিতে গিয়ে এ সংক্রান্ত আদালতের রায় রয়েছে। ওই সময় মেয়র পদটি লাভজনক বিবেচিত হওয়ায় তাদের পদ ছাড়ার নির্দেশা আসে। অবশ্য মেয়র পদে থেকে তা সিটি করপোরেশন নির্বাচনও করতে পারেনি সাম্প্রতিক নির্বাচনে।

শেয়ার করুন