প্রিপেইড ডেবিট কার্ড সেবা ‘ওয়ালের্ট’ চালু করেছে গুগল। আজ বুধবার এক ব্লগ পোস্টে এ তথ্য জানিয়েছে প্রতিষ্ঠানটি।
গুগলের দাবি, তাদের প্রিপেইড ডেবিট কার্ডটি কেনাকাটা বা এটিএম মেশিন থেকে টাকা তোলার মতো দৈনন্দিন কাজে ব্যবহার করা যাবে।
তবে এই মুহূর্তে শুধু যুক্তরাষ্ট্রে ‘গুগল ওয়ালেট’ সার্ভিসের আওতায় এই কার্ড পাওয়া যাচ্ছে। প্রিপেইড ডেবিট কার্ডটি দিয়ে গুগলের ওয়ালেট অ্যাকাউন্টে জমা থাকা অর্থ খরচ করতে পারবেন গ্রাহক। গুগল ওয়ালেট হচ্ছে গুগলের স্মার্টফোন অ্যাপ এবং অনলাইন পেমেন্ট সার্ভিস, যা গ্রাহকদের কেনাকাটা এবং অর্থ বিনিময়ে সাহায্য করে।
গুগল জানিয়েছে, মাস্টারকার্ড গ্রহণ করে এবং এটিএম কার্ড মেশিন আছে এমন যে কোনো জায়গায় ব্যবহার করা যাবে ওয়ালেট কার্ড। ইন্টারনেট অবলম্বনে।