আবারো পেছালোো প্রাথমিকের পরীক্ষা।১৮ দলের অবরোধের মেয়াদ একদিন বাড়ানোর ফলে আগামীকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষা পিছিয়েছে। পরীক্ষার নতুন সময়সূচি ঘোষণা করা হয়েছে শনিবার। শনিবার বেলা ১১টায় ঐদিনের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, অবরোধ বাড়ানোর কারণে শিক্ষার্থীদের কথা চিন্তা করে বৃহস্পতিবারের পরীক্ষা পিছিয়ে শনিবারে নেওয়া হয়েছে।
অবরোধের সময়সূচি বাড়ানোর ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে নুরুল ইসলাম নাহিদ বলেন, বিরোধী দলের এমন আচরণে জাতি মর্মাহত। এতে করে শিক্ষার্থীদের মনে বিরূপ প্রভাব পড়ছে।