সংকট নিরসনে প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবি করলেন রিজভী

0
131
Print Friendly, PDF & Email

চলমান সংকট নিরসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পদত্যাগের আহ্বান জানালেন বিএনপির যুগ্ম মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ। টানা ৭১ ঘণ্টা অবরোধের তৃতীয় দিন আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর নয়া পল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ আহ্বান জানান।
রিজভী বলেন, প্রধানমন্ত্রী পদত্যাগ করে সকল দলকে নির্বাচনে অংশ নেয়ার সুযোগ করে দিলে আন্দোলন কর্মসূচি প্রত্যাহার করা হবে। অন্যথায় আন্দোলন কর্মসূচি আরো তীব্র থেকে তীব্রতর হবে। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত চলমান আন্দোলন অব্যাহত থাকবে বলে মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে বিরোধী দলের ডাকা অবরোধ কর্মসূচি ইতোমধ্যে অনেকাংশে সফলতার মুখ দেখেছে।
অভিযোগ করে বলেন, যখন জনগণ বিরোধী দলের চলমান আন্দোলনে একাত্মতা ঘোষণা করে তখন সরকার তার পেটুয়া বাহিনী দিয়ে এ আন্দোলন দমনে নিপীড়ন অব্যাহত রেখেছে।

শেয়ার করুন