শাশুড়ির নাক গলানোতেই ঘর ছাড়ছেন অ্যাশ? অভি-অ্যাশের ঘরছাড়ার খবর পাওয়া গিয়েছে আগেই। তবে প্রকৃত কারণ এখনও জানা যায়নি। মনে করা হচ্ছে চিরাচরিত তু তু ম্যায় ম্যায় জেরেই ঘর ছাড়ছেন অ্যাশ।
জানা গেছে বাড়িতে নাকি সারাক্ষণই বউমার পিছনে লেগে থাকেন জয়া। ঐশ্বর্যর সব কাজেই তীক্ষ্ম নজর তার। ব্যক্তিগত, পেশাদার সব জীবনেই নাকি খবরদারি করেন হাই প্রোফাইল শাশুড়ি। পেশাদার জীবনের সব কিছুর জন্যই শাশুড়ির কাছে কৈফিয়ত দিতে হয় বচ্চন বউকে। এমনকী, ক্যামেরার সামনেও নাকি তারা দুজনের উপস্থিতিতে একেবারেই স্বচ্ছন্দ নন। কিছুদিন আগে ঐশ্বরিয়াকে নাম ধরে ডাকার জন্য জয়ার কাছে বকাও খেতে হয় সাংবাদিকদের।
তাই শেষ পর্যন্ত শ্বশুরবাড়ি ছেড়ে বর, মেয়ের সঙ্গে আলাদা ঘর বাঁধার সিদ্ধান্ত নিয়েছেন অ্যাশ।