বিরোধী জোটের টানা ৭১ ঘণ্টা অবরোধের তৃতীয় ও শেষ দিনেও দেশের সড়ক ও রেল যোগাযোগ ব্যবস্থায় অচলাবস্থা অব্যাহত রয়েছে। স্থবিরতা নেমে এসেছে জনজীবনে।
তফসিল প্রত্যাখ্যান করে মঙ্গলবার থেকে ৪৮ ঘণ্টার অবরোধের ডাক দিয়েছিল বিরোধী জোট। এতে নেতাকর্মীদের হত্যা, নির্যাতন ও গ্রেপ্তারের প্রতিবাদে অবরোধ ২৩ ঘণ্টা বাড়িয়ে শুক্রবার ভোর ৫টা পর্যন্ত পালনের ঘোষণা দেয়া হয়েছে।
অবরোধ সমর্থকরা রেললাইন উপড়ে ফেলায় প্রায় পাঁচ ঘণ্টা পর নওগাঁর আত্রাইয়ে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।
কিশোরগঞ্জের কুলিয়ারচরে ট্রেন আটকে দেয় অবরোধ সমর্থকরা। এতে ভৈরব-কিশোরগঞ্জ-ময়মনসিংহ রুটে রেল যোগাযোগ বন্ধ রয়েছে।
বগুড়ার সাতানতলায় রেলের স্লিপার তুলে ফেলেছে বিরোধী জোটের নেতাকর্মীরা। এতে শান্তাহার-লালমনিরহাট রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে।
চট্টগ্রামের অন্যতম প্রবেশমুখ অলঙ্কার মোড় অবরোধ করে ছাত্রদল নেতাকর্মীরা। এতে বন্দরনগরীর সঙ্গে রাজধানী ঢাকার যান চলাচল বন্ধ রয়েছে।