একতরফা নির্বাচনে মোতায়েন হলে সেনাবাহিনী নিয়ে প্রশ্ন উঠবে

0
151
Print Friendly, PDF & Email

একতরফা নির্বাচনে দীর্ঘ মেয়াদে সেনা মোতায়েন হলে সেনাবাহিনীর বিরুদ্ধে পক্ষপাতিত্বের প্রশ্ন উঠবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন সুশাসনের জন্য নাগরিক-সুজনের সাধারণ সম্পাদক ড. বদিউল আলম।

বুধবার জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে সুজন আয়োজিত এক অনুষ্ঠান শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

বদিউল আলম বলেন, ‘একতরফা একটি নির্বাচনে দীর্ঘ মেয়াদে সেনা মোতায়েন করা হলে এটা জনগণের প্রত্যাশার সঙ্গে কাঙ্ক্ষিত না-ও হতে পারে।’

নির্বাচন অনুষ্ঠানের এতো আগেই নির্বাচন কমিশনের এমন চিন্তা-ভাবনায় বিস্ময় প্রকাশ করেন তিনি।

সুজন সম্পাদক বলেন, ‘একতরফা নির্বাচনে সেনাবাহিনী জড়ালে এটা প্রশ্ন তোলার নিয়ে সংশয় আছে। জনগণ মনে করবে, তারা একটি পক্ষ নিয়েছে। আমরা আমাদের এই বাহিনীকে বিতর্কের ঊর্ধ্বে রাখতে চাই।’

এদিকে, এক বিবৃতিতে বাংলাদেশ সেনাবাহিনীকে বিতর্কিত করার অশুভ প্রচেষ্টা থেকে বিরত থাকতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান খন্দকার মাহবুব হোসেন।

তিনি বলেন, ‘সরকারের আজ্ঞাবহ নির্বাচন কমিশন একদলীয় নির্বাচনের ফলে জনরোষ থেকে রক্ষা পেতে সেনাবাহিনীকে মোতায়েন করে তাদের বিতর্কিত করার অশুভ যে পদক্ষেপ নিতে যাচ্ছে, আমি তার তীব্র প্রতিবাদ করছি।’

শেয়ার করুন