হেফাজতে ইসলামের আইন সেলের প্রধান ও কেন্দ্রীয় নেতা মুফতী সাখাওয়াত হোসাইনসহ গ্রেফতারকৃত নেতাদের নিঃশর্ত মুক্তির দাবি করে হেফাজত নেতারা বলেছেন, ইসলাম ও মুসলমানদের চিরশত্রু নাস্তিক্যবাদী শক্তির দোসররা হেফাজতের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে ব্যর্থ হয়ে এখন হেফাজত নেতৃবৃন্দকে গ্রেফতার করে নির্যাতনের পথ বেছে নিয়েছে।
বুধবার হেফজত ইসলামের কেন্দ্রীয় নেতাদের এক যুক্ত বিবৃতিতে এ মন্তব্য করা হয়।
বিবৃতিতে বলা হয়, হাজার হাজার নেতাকর্মীকে মিথ্যা ও বানোয়াট মামলায় জড়িয়ে হয়রানি করা হচ্ছে। হেফাজতের নায়েবে আমীর মুফতী মুহাম্মদ ওয়াক্কাস, মুফতী সাখাওয়াত হোসাইন, মুফতী হারুন ইজহারসহ নেতৃবৃন্দকে জেলে রেখে নির্যাতন করেও চলমান ঈমানী আন্দোলনকে দমন করা যাবে না। কারণ, দ্বীন ইসলাম হেফাজতের জন্য মুসলমানগণ যুগে যুগে বুকের তাজা রক্ত দিয়ে শাহাদাতের নজরানা পেশ করেছেন। নবীপ্রেমিক আলেম-উলামা ও তাওহিদী জনতা এই হামলা, মামলা, জেল-জুলুম, নির্যাতনের পরওয়া করে না। যত বাধা আসবে, নির্যাতন হবে ঈমানী আন্দোলন তত জোরদার হবে।
নেতৃবৃন্দ সরকারকে হুশিয়ার করে দিয়ে বলেন, আল্লাহর আজাবকে ভয় করুন। আলেম-উলামাদের ওপর নির্যাতন করে অতীতে কেউ টিকে থাকতে পারেনি, আপনারাও পারবেন না। তাই অবিলম্বে এই অসৎ পথ অবলম্বন করা থেকে বিরত হয়ে হেফাজতের ১৩ দফা দাবি মেনে নিন। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও মুসলমানদের ঈমান হেফাজতের লক্ষ্যে নাস্তিকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করুন।
নেতৃবৃন্দ ইসলামদরদী ঈমানদার জনতাকে কেন্দ্র ঘোষিত আগামী শুক্রবার সারাদেশের প্রতিটি উপজেলায় বিক্ষোভ মিছিল এবং ২৪ ডিসেম্বর শাপলা চত্বরের মহাসমাবেশ সফল করার আহ্বান জানিয়ে বলেন, ঈমান ও দেশ রক্ষার এই আন্দোলন চালিয়ে যাওয়া প্রতিটি মুসলমানের নৈতিক ও ঈমানি দায়িত্ব। আল্লাহ প্রদত্ত এই দায়িত্ব পালন করা আবশ্যক।
হেফাজত নেতারা বলেন, সকল ভয়ভীতি উপেক্ষা করে আগামী শুক্রবার সারাদেশে প্রতিটি উপজেলায় বিক্ষোভ মিছিল এবং ২৪ ডিসেম্বর মতিঝিলের শাপলা চত্বরে মহাসমাবেশ সফল করার সর্বাত্মক প্রস্তুতি নিন। হাজার হাজার মুসলমানের রক্ত, ত্যাগ, কুরবানি, মেহনত ও শাহাদাতের বদৌলতে অপশক্তির সকল চক্রান্ত নস্যাৎ হয়ে যাবে ইনশাআল্লাহ।
নেতৃবৃন্দ জাতীয় দৈনিক ইনকিলাব এর সম্পাদক এ এম এম বাহাউদ্দিনের বিরুদ্ধে হয়ারানিমূলক গ্রেফতারি পরওয়ানা জারির তীব্র নিন্দা জানিয়ে বলেন, সরকার সংবাদপত্রের কণ্ঠরোধ করে কিন্তু গণমানুষের কণ্ঠরোধ করতে পারবে না। তারা অবিলম্বে ইনকিলাব সম্পাদকের হয়ারানিমূলক গ্রেফতারি পরোয়ানা প্রত্যাহার এবং দৈনিক আমার দেশ সম্পাদকের মুক্তি, আমার দেশ, দিগন্ত ও ইসলামিক টিভি খুলে দেওয়ার দাবি জানান।
বিবৃতিদাতারা হলেন- হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নায়েবে আমীর হাফেজ মাওলানা শামশুল আলম, নায়েবে আমীর মাওলানা আব্দুল হামীদ পীর সাহেব মধুপুর, নায়েবে আমীর মাওলানা হাফেজ তাজুল ইসলাম, কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মুফতী ফয়জুল্লাহ, ঢাকা মহানগর যুগ্ম আহ্বায়ক মাওলানা আবুল কালাম, যুগ্ম আহ্বায়ক মাওলানা আবুল হাসানাত আমিনী, যুগ্ম আহ্বায়ক মুফতী তৈয়্যেব হুসাইন, যুগ্ম আহ্বায়ক মাওলানা আবু তাহের জিহাদী, যুগ্ম আহ্বায়ক মুফতী নুরুল আমীন, যুগ্ম আহ্বায়ক মাওলানা আব্দুল করীম প্রমুখ।







