বাংলাদেশের রাজনৈতিক সংকট নিরসনের লক্ষে ঢাকায় আসছেন জাতিসংঘ মহাসচিব বান কি মুনের রাজনৈতিক বিষয়ক বিশেষ দূত অস্কার ফার্নান্দেজ তারানকো।
আগামী ৭ ডিসেম্বর তিনি ঢাকায় আসবেন।
বুধবার জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী ও উন্নয়ন কর্মসূচির আবাসিক প্রতিনিধি নেইল ওয়ার্কার পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র সচিব সহিদুল হকের সঙ্গে বৈঠক করে এ কথা জানান।
নেইল ওয়ার্কার জানান, বাংলাদেশের রাজনৈতিক সংকট নিরসনে জাতিসংঘ মহাসচিবের বিষয়ক বিশেষ দূত প্রধান দুই দলসহ বিভিন্ন পক্ষের সঙ্গে আলোচনা করবেন।
এর আগে গত ১০ মে বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচনের সার্বিক পরিস্থিতি জানতে তিন দিনের সফরে ঢাকায় আসেন অস্কার ফার্নান্দেজ তারানকো।
সফরকালে তিনি বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধীদলীয় নেতা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে আলোচনা করেন।