প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে আধা ঘণ্টা বৈঠক শেষে সাংবাদিকদের কিছু না বলেই বেরিয়ে গেলেন জাতিসংঘের আবাসিক প্রধান নীল ওয়াকার। বৈঠকের আলোচ্য বিষয় প্রসঙ্গে জানতে চাইলে তিনি কিছুই বলেননি।
বুধবার দুপুর ২টার দিকে সিইসি কাজী রকিব উদ্দিন আহমেদের কক্ষে বৈঠক শেষে তিনি বেরিয়ে যান। এসময় নিচতলায় সিঁড়ির কাছে সাংবাদিকদের অবস্থান দেখে তিনি অন্য সিঁড়ি দিয়ে নেমে যান। গাড়িতে ওঠার সময় সাংবাদিকরা তার কাছে বৈঠক প্রসঙ্গে জানতে চাইলে তিনি নিশ্চুপ ছিলেন।
দুপুর দেড়টার দিকে সিইসির কক্ষে বৈঠকে বসেন বাংলাদেশে নিযুক্ত জাতিসংঘের এ আবাসিক প্রতিনিধি। এসময় কমিশনার আব্দুল মোবারক, আবু হাফিজ, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) জাবেদ আলী, মো. শাহনেওয়াজ ও কমিশন সচিব ড. মোহাম্মদ সাদিক উপস্থিত ছিলেন।
তবে এ বৈঠকে আলোচনার বিষয়ে কিছু জানা যায়নি। বৈঠক উপস্থিত কমিশনের কর্মকর্তারা আগেই বের হয়ে যাওয়ায় তাদের কাছ থেকেও কিছু জানা সম্ভব হয়নি।
এর আগে সকালে ডিএমপি কমিশনার বেনজির আহমেদ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সিইসির সঙ্গে বৈঠক করেন।
গত ২৭ আগস্ট সিইসির সঙ্গে বিদেশি কুটনীতিকদের সঙ্গে বৈঠকে নীল ওয়াকার উপস্থিত ছিলেন। সেদিন তিনি সব দলের অংশগ্রহণে সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা করেন।