প্রতি ১০ জনে একজন ব্রিটিশ নারী যৌন হয়রানির শিকার

0
154
Print Friendly, PDF & Email

ব্রিটেনে প্রতি ১০ জন নারীর মধ্যে একজন যৌন হয়রানির শিকার হয়েছেন। নতুন এক মতামত জরিপে এ তথ্য উঠে এসেছে। এ হিসাব অনুযায়ী, ব্রিটেনের ১৮ বছর বয়সী মোট নারীর প্রায় ১৪ লাখ যৌন হয়রানির শিকার হয়েছে। আর শতকরা হিসাবে এ পরিমাণ ৯.৮ ভাগ।

জরিপে ১৬ থেকে ৭৪ বছর বয়সী ১৫,০০০ নারীকে এ বিষয়ে জিজ্ঞেস করা হলে জবাবে তারা যৌন হয়রানির শিকার হওয়ার কথা জানিয়েছেন। এর পাশাপাশি অনেক পুরুষও নির্যাতন কিংবা হয়রানির শিকার হয়েছেন।

১৩ থেকে ১৫ বছর বয়সী নারীদের প্রায় অর্ধেক তাদের পরিবার কিংবা বন্ধুদের হাতে নির্যাতিত হয়েছেন। ২৫ কিংবা তার চেয়ে বেশি বয়সী নারীদের শতকরা প্রায় ৭০ ভাগ তাদের বর্তমান ও পুরনো পার্টনারের হাত যৌন হয়রানির শিকার হয়েছেন।

শেয়ার করুন