ফুটবল বিশ্বে তোলপাড়, বার্সেলোনার সঙ্গে নতুন চুক্তিতে বনিবনা না হওয়ায় আগামী মৌসুমে ইংল্যান্ডে পাড়ি জমাচ্ছেন লিওনেল মেসি। ইংলিশ মিডিয়া এমন তথ্যই জানাচ্ছে। তবে অনেকে ভিন্নমতও দেখাচ্ছেন। এ অবস্থায় প্রশ্ন উঠছে, লিও কোথায় যাচ্ছেন? তখন কেউ কেউ মেসির ভবিষ্যত্ গন্তব্য হিসেবে পেপ গার্দিওলার বায়ার্ন মিউনিখের দিকে হাত ওঠাচ্ছে। তবে সাবেক বার্সা ম্যানেজার বিষয়টিকে উড়িয়ে দিলেন। শনিবার স্প্যানিশ কোচ জানালেন, মেসিকে জার্মানিতে উড়িয়ে নেয়ার কোনো পরিকল্পনা নেই তার। কারণ, বার্সার আর্জেন্টাইন তারকা তার উপযুক্ত জায়গাতেই আছেন।
জার্মান ক্লাসিকোর আগে গার্দিওলা বলেন, ‘আমি মেসিকে দলে টানব না। কেননা, বার্সেলোনা মেসির জন্য সঠিক ও সর্বোত্তম জায়গা।’ মেসির দলবদলের সঙ্গে বায়ার্ন মিউনিখের নাম আসছে। কারণ ওই ক্লাবটির সাণ্মানিক সভাপতি ফ্রেঞ্চ বেকেনবাওয়ার কিছুদিন আগে ‘এমএলটেন’কে অ্যালিয়াঞ্জ অ্যারেনায় উড়িয়ে নিতে আগ্রহ দেখিয়েছিলেন।