সচিবালয়ে পদোন্নতি বঞ্চিত কর্মকর্তাদের শোডাউন

0
192
Print Friendly, PDF & Email

সচিবালয়ে পদোন্নতি বঞ্চিত জনপ্রশাসনের কর্মকর্তারা শোডাউন করেছেন। তারা অবিলম্বে তাদের ওপর অন্যায়ের প্রতিকার চেয়ে পদোন্নতির দাবি জানিয়েছেন।

বুধবার বেলা সাড়ে ১১টার দিকে পদোন্নতি বঞ্চিত প্রায় দেড়শ’ কর্মকর্তা সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে এসে জড়ো হন। পরে তারা জনপ্রশাসন সচিবের কক্ষ ঘেরাও করে সচিবের সঙ্গে সাক্ষাৎ করেন। উপ-সচিব. যুগ্ম সচিব এমনকি সচিব পদমর্যাদার কর্মকর্তারা সচিবের কাছে তাদের বঞ্চনার বিষয়টি তুলে ধরেন। বিক্ষুব্ধ কর্মকর্তারা তাদের প্রতি অন্যায় আচরণ বন্ধেরও দাবি জানান।

এ সময় নেতৃত্বে ছিলেন এবাদত আলী, আবদুস সাত্তার, আখতার হোসেন, বিজন কান্তি প্রমুখ।

শেয়ার করুন