দীর্ঘ বলিউড ক্যারিয়ারে অনেকের সঙ্গেই আবেদনময়ী দৃশ্যে কাজ করেছেন মাধুরী দিক্ষিত। আর এ তালিকায় আছে আমির, শাহরুখ, সালমানের মতো স্টারদের নাম। তবে এবার ‘দেধ ইশকিয়া’ ছবিতে নাসিরুদ্দিন শাহের সঙ্গে আবেদনময়ী দৃশ্যে অভিনয় করতে রীতিমতো লজ্জায় লাল হয়েছেন মাধুরী।
মুভিটিতে বেগম পারা চরিত্রে অভিনয় করছেন মাধুরী। তিনি জানিয়েছেন, নাসিরুদ্দিনের সঙ্গে স্বস্তি নিয়ে কাজ করলেও রোমান্স দৃশ্যে অভিনয় করতে নাকি ভীষণ লজ্জা লাগছে তার।মাধুরী বলেন, তার সঙ্গে কাজ করতে গিয়ে আমি নার্ভাস হইনি। তার চোখে এক ধরনের আকর্ষণ আছে। তার সঙ্গে অন্তরঙ্গ দৃশ্যগুলোতে অভিনয় করার সময় আমার খুব লজ্জা লেগেছে।
উল্লেখ্য, অনেকদিন বিরতির পর এখন ‘দেধ ইশকিয়া’র পাশাপাশি ‘গুলাব গ্যাং’ ছবি নিয়ে ব্যস্ত সময় পার করছেন মাধুরী।









