রাজধানীর খিলগাঁও তিলপাপাড়ায় অবরোধকারীদের ছোড়া ককটেলে আহত এক নারী ব্যাংক কর্মচারী মারা গেছেন।
আনোয়ারা বেগম (৪৫) নামের ওই নারী ন্যাশনাল ব্যাংকের চতুর্থ শ্রেণীর কর্মচারী ছিলেন।
বুধবার ভোট চারটার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আনোয়ারার মৃত্যু হয় বলে নিশ্চিত করেছে তার স্বজনরা।
বিরোধী দলের ৪৮ ঘণ্টা অবরোধের প্রথম দিন মঙ্গলবার বিকেলে অফিস থেকে বাসায় ফেরার পথে ককটেল বিস্ফোরণে আহত হন আনোয়ারা। তিনি মাথায় গুরুতর আঘাত পান। এরপর পথচারীরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।
১৮ দলীয় জোটের অবরোধে বুধবার সকাল পর্যন্ত এ নিয়ে ১১ জনের মৃত্যু হয়েছে।