বিক্ষিপ্ত ককটেলবাজিতে দ্বিতীয় দিনের অবরোধ চলছে

0
135
Print Friendly, PDF & Email

সারা দেশে ককটেলবাজির মধ্য দিয়ে অবরোধের দ্বিতীয় দিন শুরু করলো বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট।

আজ বুধবার ভোর থেকেই রাজধানীর বিভিন্ন এলাকায় ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতংক ছড়ানোর চেষ্টা করে অবরোধকারীরা।

গাবতলীতে সকাল সাড়ে ৬টায় অবরোধকারীরা পরপর ৬টি ককটেলের বিস্ফোরণ ঘটনায়। ককটেল বিস্ফোরণের সময় এলাকার মানুষ দিগ্বিদিক ছুটাছুটি করতে দেখা গেছে। উড়েছে শুধু ককটেলের ধুঁয়া।

গাবতলীর রাস্তা রয়েছে প্রায় যানশূন্য। সকালে দেখা গেছে কয়েকটি লোকাল বাস চলাচল করছে। তবে গাবতলী থেকে দূর-পাল্লার কোনো বাস ছেড়ে যায়নি।
এছাড়া পল্টন, রামপুরা, গুলিস্তান, মোহাম্মদপুরে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে অবরোধ সমর্থকরা।

টঙ্গী এলাকায় অন্যান্য দিনের মতো যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। যানবাহনের চলাচল দেখে হরতাল-অবরোধ বলে মনে হচ্ছে না। সব ধরণের যান চলাচল করছে অন্য সব দিনের মতোই।

নির্বাচনের তফসিল ঘোষণার প্রতিবাদে মঙ্গলবার সকাল ৬টা থেকে বৃহস্পতিবার সকাল ৬টা পর্যন্ত ৪৮ ঘণ্টার টানা অবরোধ কর্মসূচির ডাক দিয়েছে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট।

শেয়ার করুন