‘প্রধান বিরোধীদল ছাড়া নির্বাচন গণতন্ত্রের জন্য বিপর্যয় ডেকে আনবে’

0
148
Print Friendly, PDF & Email

রাজনৈতিক সঙ্কট নিয়ে প্রেসিডেন্ট মো. আবদুল হামিদের সঙ্গে আলোচনা করেছেন ৬ বিশিষ্ট নাগরিক। দেড় ঘন্টার বৈঠক শেষে তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ড. আকবর আলি খান সাংবাদিকদের বলেন, আমরা আমাদের উদ্বেগ-উৎকণ্ঠা প্রেসিডেন্টকে জানিয়েছি। প্রধান বিরোধী ছাড়া কোন নির্বাচন হলে তা গণতন্ত্রের জন্য বিপর্যয় ডেকে আনবে।

ড. কামাল হোসেন বলেন, দেশের চলমান পরিস্থিতি সব নাগরিকের মধ্যেই এক ধরনের ঐক্যমত তৈরি হয়েছে। ব্যক্তিগতভাবেই আমরা প্রেসিডেন্টের সঙ্গে দেখা করেছি। ড. কামাল হোসেনের নেতৃত্বাধীন প্রতিনিধি দলে আরও ছিলেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা এডভোকেট সুলতানা কামাল, প্রফেসর জামিলুর রেজা চৌধুরী, আইন বিশেষজ্ঞ ড. শাহদীন মালিক ও সুজন সম্পাদক ড. বদিউল আলম মজুমদার।

শেয়ার করুন