সিনেমায় আগ্রহী প্রভা

0
201
Print Friendly, PDF & Email

গ্লিটজের কাছে এ ইচ্ছা ব্যক্ত করেছেন প্রভা।

প্রভা বলেন, “প্রায়ই সিনেমায় অভিনয়ের প্রস্তাব পাচ্ছি। নির্মাতারা দারুণ সব চিত্রনাট্যও নিয়ে আসছেন। কিন্তু আমার পছন্দসই কোনো চিত্রনাট্য এখনও পাইনি। ভালো গল্প এবং মানানসই চরিত্র পেলে আমি যে কোনো ধারার চলচ্চিত্রে অভিনয় করতে রাজি।”

সাদিয়া জাহান প্রভা এখন ‘নূরজাহান’, ‘অপরাজিতা, ‘এই শহরের গল্প’ নামে তিনটি দীর্ঘ ধারাবাহিকে অভিনয় করছেন। সম্প্রতি তিনি সকাল আহমেদের পরিচালনায় ‘জিরো পয়েন্ট’ নামে নতুন ধারাবাহিকের শুটিং শুরু করেছেন।

বিজয় দিবস উপলক্ষে সকাল আহমেদ ও তুহিন অবন্তের পরিচালনায় দুটি এক ঘণ্টার নাটকে অভিনয় করবেন। নাটক দুটির নাম এখনও ঠিক হয়নি বলে জানিয়েছেন প্রভা।

প্রভার মতে, দীর্ঘ ধারাবাহিকে অভিনয় নিয়ে পরীক্ষা-নিরীক্ষার বেশ সুযোগ থাকে। একটি চরিত্রকে নানাভাবে ফুটিয়ে তোলা যায়।

তবে ধারাবাহিকে তার ব্যস্ততা কমে আসছে ধীরে ধীরে।

তিনি বলেন, “নতুন যে ধারাবাহিকগুলোর প্রস্তাব আসছে সেগুলোর গল্পে কোনো নতুনত্ব নেই। একই ধাঁচের চরিত্রে অভিনয় করতে চাই না। অধিকাংশ ধারাবাহিকই মধ্যপথে এসে খেই হারিয়ে ফেলে। তখন আর অভিনয়ে মজা পাই না।”

শেয়ার করুন