ঢাকা-চট্টগ্রাম ও চট্টগ্রাম-সিলেট রেলপথের আখাউড়ার গঙ্গাসাগর এলাকায় কন্টেইনার ট্রেনের ৬টি বগি লাইনচ্যুত হয়েছে। এ ঘটনার পর বন্ধ হয়ে গেছে এ রুটের ট্রেন চলাচল।
সোমবার সকাল সাড়ে ৮টায় ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী একটি কন্টেইনার ট্রেন গঙ্গাসাগর এলাকা অতিক্রম করার সময় এর ৬টি বগি লাইনচ্যুত হয়।
ঘটনার পর আখাউড়া থেকে একটি রিলিফ ট্রেন এসে উদ্ধার কাজ শুরু করেছে। ট্রেন চলাচল শুরু হতে কয়েক ঘণ্টা সময় লাগবে বলে রেলওয়ে কর্মকর্তারা জানিয়েছেন।
দুর্ঘটনার কারণে বেশ কয়েকটি ট্রেন বিভিন্ন স্টেশনে আটকা পড়েছে।
গঙ্গাসাগর রেল স্টেশনের মাস্টার আব্দুল আউয়াল জানান, ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী একটি কনটেইনারবাহী ট্রেনের পেছনের দিকের ছয়টি বগি গঙ্গাসাগর স্টেশনের কাছে লাইনচ্যুত হয়।
তিনি বলেন, রিলিফ ট্রেন উদ্ধার কাজ চালাচ্ছে। আশা করা হচ্ছে দু-তিন ঘণ্টার মধ্যে পুনরায় যোগাযোগ সচল করা যাবে।