মাঠে থাকবে বিকল্পধারা

0
141
Print Friendly, PDF & Email

‘এক দলীয় নির্বাচনের তফসীল ঘোষণা হলে বিকল্প কর্মসূচি নিয়ে মাঠে থাকবে বিকল্পধারা।’ বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে বৈঠক শেষে বিকল্পধারা সিনিয়র যুগ্ম মহাসচিব মাহি বি চৌধুরী এ কথা বলেন।

রোববার রাত ৮ টায় বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে বিকল্পধারার মহাসচিব মেজর (অব.) আব্দুল মান্নান এবং যুগ্ম মহাসচিব মাহি বি চৌধুরী এ বৈঠক করেন।

বৈঠক শেষে দলটির সহাসচিব মেজর আব্দুল মান্নান বলেন, ‘বিকল্পধারা এক দলীয় নির্বাচন প্রত্যাখান করেছে। দলটি মনে করে এক দলীয় নির্বাচন গণতন্ত্রের জন্য কোনো সুফল বয়ে আনবে না।’

এক দলীয় নির্বাচন না করে সংলাপের মধ্য দিয়ে সব দলের অংশগ্রহণে গ্রহণযোগ্য নির্বাচনের জন্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

শেয়ার করুন