দুলাভাইয়ের কুশপুতুল পোড়ালেন শ্যালিকারা!

0
258
Print Friendly, PDF & Email

ময়মনসিংহে জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদকে অবাঞ্ছিত ঘোষণা করেছেন জাতীয়তাবাদী মহিলা দলের নেত্রীরা। পরে তার কুশপুতুল পুড়িয়ে ফেলা হয়।

রোববার দুপুরে জাতীয়তাবাদী মহিলা দলের ময়মনসিংহ জেলা কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

দলীয় সূত্রে জানা গেছে, দুপুরে মহিলা দলের জেলা কার্যালয়ের সামনে থেকে একটি ঝাড়ু মিছিল বের করেন নেত্রীরা। পরে মিছিলটি শহর প্রদক্ষিণ শেষে ওই কার্যালয়ের সামনে এসে জড়ো হন। সেখান থেকে ময়মনসিংহে এরশাদকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়।

এরপর নেত্রীরা এরশাদের কুশপুতুলে জুতা ও থু থু নিক্ষেপ করেন। এক পর্যায়ে শত শত নেতাকর্মী তার কুশপুতুলে অগ্নিসংযোগ করে।

এ সময় উৎসুক জনতা সেখানে ভিড় করে। তাদের বলতে শোনা গেছে- দুলাভাইয়ের কুশ পুতুল পোড়াচ্ছেন শ্যালিকারা।

উল্লেখ্য, সাবেক রাষ্ট্রপতি ও জাপা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের প্রথম স্ত্রী রওশন এরশাদের বাড়ি ময়মনসিংহ শহরে। এ কারণে ময়মনসিংহবাসী জাপা চেয়ারম্যান এরশাদকে জামাই হিসেবে মনে করে। এ হিসেবে মহিলা দলের নেত্রীদের শ্যালিকা হিসেবে আখ্যায়িত করেছেন উৎসুক জনতা।

শেয়ার করুন