বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে বিকল্পধারার একটি প্রতিনিধি দলের বৈঠক অনুষ্ঠিত হবে ।
দলের মহাসচিব মেজর (অব.) আব্দুল মান্নানের নেতৃত্বে রাত সাড়ে ৮টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হবে।
বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য সায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।
তবে বিকল্পধারা বাংলাদেশ’র চেয়ারম্যান এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী বৈঠকে উপস্থিত থাকছেন না বলে
জানান তিনি ।
দলটির মহাসচিব মেজর (অব.) আবদুল মান্নান ও যুগ্ম-মহাসচিব মাহি বি চৌধুরীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল আজজকের বৈঠকে অংশ নিচ্ছেন।
দেশের চলমান পরিস্থিতিতে এ বৈঠকটিকে গুরুত্বপূর্ণ মনে করছেন সংশ্লিষ্টরা।