প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সজিব ওয়াজেদ জয় বলেছেন, বাংলাদেশে সামরিক অভ্যুত্থানের কোন সুযোগ নেই। রোববার কোলকাতার টেলিগ্রাফ পত্রিকাকে দেয়া এক সাড়্গাতকারে জয় এ কথা বলেন। জয় বলেন, সামরিক শক্তির সহয়তায় আমাদের দেশের সুশিল সমাজের একটি অংশ ড়্গমতায় আসতে চায় । কিন্তু জনগণ কখনই কোন অগণতান্ত্রিক সরকারকে মেনে নিবে না। জয় বলেন, সুশিল সমাজের একটা অংশ রয়েছে যারা নির্বাচনের মাধ্যমে ড়্গমতায় আসতে পারবে না। তারা কেবল ড়্গমতায় আসতে পারে সামরিক শক্তির সহায়তায়। আর একারণেই তারা সামরিক হস্তôড়্গেপের কথা বলে আসছে ।
বিস্তারিত আসছে ·······