‘আশরাফ- ফখরুলের আলোচনা ফলপ্রসূ হয়নি’

0
139
Print Friendly, PDF & Email

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম ও বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলামের শনিবারের ‘গোপন বৈঠক’ নিয়ে এবার মুখ খুললেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহ।

তিনি বলেছেন, ‘বিভিন্ন সূত্র থেকে ফখরুল ইসলাম ও সৈয়দ আশরাফের বৈঠক সম্পর্কে যতটুকু জেনেছি, আলোচনা ফলপ্রসূ হয়নি। বৈঠকে কোনো এজেন্ডা ছিল না।’

রোববার সকালে প্রেসক্লাবে মেজর (অব.) মিজান মুক্তি সংগ্রাম পরিষদ আয়োজিত ‘চলমান রাজনৈতিক সংকট ও বিএনপির নির্বাহী কমিটির সদস্য মেজর (অব.) মিজানুর রহমানসহ শীর্ষ নেতাদের মুক্তির দাবি’ শীর্ষক এক প্রতিবাদ সভায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

সংলাপকে অর্থবহ করতে প্রধানমন্ত্রীর পদত্যাগও দাবি করেন হান্নান শাহ।

শেয়ার করুন