আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম ও বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বৈঠক করেছেন।
একটি বিশ্বস্ত সূত্রে জানা যায়,শনিবার সন্ধ্যা ৭টা থেকে ৮টা পর্যন্ত গুলশানের একটি বাসায় ঘণ্টাব্যাপী এ বৈঠক অনুষ্ঠিত হয়।
সূত্র আরো জানায়, সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রীর আলোচনার পরিপ্রেক্ষিতে দেশের চলমান পরিস্থিতি নিয়ে দলের এ দুই মুখপাত্র বৈঠক করেন।
তবে বৈঠকের বিষয়ে মির্জা শনিবার রাত পৌনে ১২ টায় গুলশান কার্যালয়ে এক তাৎক্ষণিক সংবাদ সম্মেলনে ফখরুল ইসলাম আলমগীর শীর্ষ নিউজকে বলেন, আপনারা সংলাপের ব্যাপারে অধীর আগ্রহ করছেন কিন্তু আপনাদের খুশি করাতে পারলাম না। কোন সংলাপ হয়নি।বিভ্রান্তি সৃষ্টি করতে উদ্দেশ্যপ্রণোদিত হয়ে এ কাজ করা হয়েছে। যা সম্পূর্ন বিজনেস বলে তিনি সাংবাদিকদের জানান।