শালা-শালিদের সঙ্গে দুলাভাইয়ের সবসময়েই মধুর ও দুষ্টুমির সম্পর্ক হয়। আর সেই দুষ্টুমিতেই অচেতন হলেন বরসহ পাঁচজন।
সোমবার খিলগাঁও এলাকায় বিয়ের অনুষ্ঠান শেষে কোমল পানীয় পান করলে এ ঘটনা ঘটে।
তারা হলেন- বর আলামিন এবং তার আত্মীয়-স্বজন মোসলেম উদ্দিন, মামুন,শাহিন ও আরমান।
তাদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।হাসপাতালে বরের ভাই নুরুল ইসলাম কাজল জানান, দুপুর একটার দিকে তারা খিলগাঁও এলাকায় আলামিনের বিয়ের অনুষ্ঠানে যান।
সেখানে বিয়ের সব আনুষ্ঠানিকতা ও খাওয়া দাওয়া শেষে বরসহ তাদের বেশ কয়েকজনকে কোমল পানীয় দেওয়া হয়।
আর তা পান করার কিছু সময়ের মধ্যে বরসহ পাঁচজন অচেতন হয়ে পড়েন। পরে দ্রুত তাদের হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়।
তিনি আরও জানান, কোমল পানীয়তে কিছু নেশা জাতীয় পদার্থ মেশানোর কারনে এ রকম ঘটনা ঘটতে পারে। তবে তারা ধারনা করছেন বিয়ে বাড়িতে শালা-শালিরা দুষ্টুমি করে এ ঘটনা ঘটাতে পারে।