সব রাজনৈতিক দল অংশগ্রহণ না করলে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে। একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের পরিবেশ সৃষ্টিতে সরকার ও বিরোধী দলের আন্তরিকতার অভাব রয়েছে।
শনিবার সকালে সুশাসনের জন্য নাগরিক-সুজন আয়োজিত ‘সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন; নাগরিক অধিকার ও দায়িত্ব’ শীর্ষক বিভাগীয় কর্মশালায় বক্তারা এসব কথা বলেন।
সিটি করপোরেশন মিলনায়তনে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতা করেন সুজন এর সাধারণ সম্পাদক ড. বদিউল আলম মজুমদার।
সুজন সিলেটের সভাপতি ফারুক মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে কর্মশালায় অন্যান্যের মধ্যে ছিলেন, সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, জেলা গণতন্ত্রী পার্টির সভাপতি ব্যারিস্টার আরশ আলীসহ রাজনৈতিক দল ও সুশীল সমাজের প্রতনিধিরা।