হরতালের আগুন কেড়ে নিল আরো একজনের প্রাণ। সাভারে ৩ নভেম্বর পিকেটারের আগুনে দগ্ধ আসাদ গাজী (৩৩) নামে এক ব্যক্তি মারা গেছেন।
শুক্রবার রাত ১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান।
এর কয়েকদিন আগে একই ঘটনায় দগ্ধ মোস্তাফিজুর রহমান নামে আরো একজন মারা যান। তিনি বিশ্বাস গ্রুপের মার্কেটিং অফিসার ছিলেন।
গত ৪ নভেম্বর ছিল ১৮ দলীয় জোটের হরতাল। এর আগের দিন রাত ১০টায় সাভারের নবীনগরে ক্যান্টনমেন্টের সামনে দিয়ে যাওয়ার সময় একটি সিএনজি চালিত অটোরিকশায় কে বা কারা আগুন ধরিয়ে দেয়। এতে সিএনজির মধ্যেই দগ্ধ হন চালক আসাদুল গাজী (৩৩), বিশ্বাস গ্রুপের মার্কেটিং অফিসার মোস্তাফিজুর রহমান মুকুল ও মোটর পার্টস ব্যবসায়ী হাসু মিয়া (৩৫)।
পরে তাদের দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটে ভর্তি করা হয়।
চার নভেম্বর সকাল সাড়ে ৯টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে মৃত্যু হয় মুকুলের। শুক্রবার রাত একটায় মারা যান আসাদ গাজী। হাসুর অবস্থা বর্তমানে ভাল।







