একই দিনে ঢাকা, জগন্নাথ ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান বিভাগে প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণ করা হয়েছে। এতে বিপাকে পড়েছে দেশের প্রায় ৮৫ হাজার ভর্তিচ্ছু।
জানা যায়, আগামী ২২ নভেম্বর শুক্রবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় ও বিকালে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষার সময়সূচি পূর্বনির্ধারিত রয়েছে। এরপরও একই দিন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞান বিভাগের ‘এইচ ১-৩’ ও ‘জি’ ইউনিটের ভর্তি পরীক্ষা নির্ধারণ করেছে চবি কর্তৃপক্ষ।
একই দিনে দেশের বৃহৎ তিনটি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণ হওয়ায় বিপাকে পড়েছে দেশের বিজ্ঞান বিভাগের প্রায় ৮৫ হাজার ভর্তিচ্ছু শিক্ষার্থীরা। চবি প্রশাসনের এমন সিদ্ধান্তে পরীক্ষার্থী ও অভিভাবক মহল হতবাক হয়ে পড়েছে।