মন্ত্রীদের পদত্যাগপত্র রাষ্ট্রপতি গ্রহণ না করা পর্যন্ত তারা স্বপদে বহাল থাকবেন বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে এক অনুষ্ঠানে তিনি এ বিষয়টি উল্লেখ করেন।
সংবিধানের প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, “মন্ত্রীরা পদত্যাগের অভিপ্রায় ব্যক্ত করেছেন। প্রধানমন্ত্রী হিসেবে সংবিধান অনুযায়ী আমারও নানা এখতিয়ার আছে। আমি ভেবে দেখব, তাদের মধ্যে কার কার অভিপ্রায় আমি গ্রহণ করব। যাদের গ্রহণ করব তাদের পদত্যাগপত্র রাষ্ট্রপতির কাছে পাঠাব। তিনি তা গ্রহণ করলে পদ বাতিল হবে।”