মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল কাদের মোল্লার রায় কার্যকর করার জন্য চাপ প্রয়োগ করা হচ্ছে বলে অভিযোগ করেছেন আসামিপক্ষের প্রধান আইনজীবী ব্যারিস্টার আব্দুর রাজ্জাক।
বৃহস্পতিবার সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির ভবনে নিজ চেম্বারের সামনে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ অভিযোগ তোলেন।
ব্যারিস্টার আব্দুর রাজ্জাক বলেন, ‘আমরা শুনেছি কাদের মোল্লার রায় তাড়াতাড়ি কার্যকর করা জন্য চাপ দেয়া হচ্ছে।’
কে কাকে চাপ দিচ্ছেন জানতে চাইলে এ বিষয়ে ব্যারিস্টার রাজ্জাক কোনো কথা বলতে রাজি হননি।
তিনি বলেন, ‘আমরা শুনেছি চাপ দেয়া হচ্ছে।’
এছাড়া নিজামীর মামলার বিষয়ে রাজ্জাক বলেন, গতকাল (বুধবার) হরতালের কারণে নিজামীর মামলায় সিনিয়র আইনজীবী উপস্থিত হতে না পারায় মামলার কার্যক্রম সমাপ্তি ঘোষণা করা হয়েছ। এটা ন্যায় বিচারের পরিপন্থী।
তিনি বলেন, ‘হরতালের সময় আইনজীবীরা উপস্থিত হতে না পারলে হাইকোর্ট, জজ কোর্টসহ কোনো কোর্টেই রায় দেয়া হয় না।’
এ ধরনের আদেশ আইনের শাসনের পরিপন্থী বলে মন্তব্য করেন এ সিনিয়র আইনজীবী।
রাজ্জাক বলেন, ‘আমরা আশা করছি নিজামীর মামলায় ট্রাইব্যুনাল আমাদের রিভিউ আবেদন শুনবেন।’
তিনি আরো বলেন, ‘কাদের মোল্লার রায়ের সার্টিফাইড কপি পাওয়ার পর আমরা ৩০ দিন সময় পাব রিভিউ পিটিশন করার। আশা করছি রিভিউ পিটিশন আইনের যথাযথ প্রক্রিয়ায় করতে দেয়া হবে।’