টি২০তেও বেহাল পাকিস্তান

0
147
Print Friendly, PDF & Email

সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত ওডিআই সিরিজে দক্ষিণ আফ্রিকার কাছে ৪-১ ব্যবধানে নাকাল হওয়া পাকিস্তান ক্রিকেট দল দুই ম্যাচ টি২০ সিরিজের প্রথমটিতে লজ্জাজনকভাবে একই প্রতিপক্ষের কাছে হেরেছে। পরাজয়টা নয় উইকেটের। পাকিস্তানের ব্যাটিং লাইন আপের দুর্বলতা চোভে আঙুল দিয়ে আবারো দেখিয়েছেন দুই প্রোটিয়া পেসার ডেল স্টেইন এবং লনওয়াবো সোতসোবে।

আগে ব্যাটিংয়ে নামা পাকিস্তান দলের ওপর রীতিমত তোপ দাগেন দুই প্রোটিয়া পেসার। স্টেইন মাত্র ১৫ রানে তিনটি এবং সোতসোবে নয় রানের বিনিময়ে দুই উইকেট শিকার করলে পাকিস্তান দল নির্ধারিত ২০ ওভারে নয় উইকেটে মাত্র ৯৮ রান সংগ্রহ করে। টি২০তে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পাকিস্তানের এটাই সর্বনি¤œ স্কোর। ওমর আকমলের ৪২ বলে তোলা ৪৯ রানের ইনিংসই পাকিস্তানি ব্যাটসম্যানদের মধ্যে সর্বোচ্চ স্কোর।

জয়ের জন্য ৯৯ রানের সহজ লক্ষ্যে খেলতে নামা দক্ষিণ আফ্রিকান দলের ওপেনার ৩৮ বলে ঝড়োগতিতে তিন বাউন্ডারি এবং দুই ছক্কায় ৪৮ রানে অপরাজিত থাকেন। আরেক অপরাজিত ব্যাটসম্যান তথা প্রোটিয়াদের টি২০ অধিনায়ক ফাফ ডু প্লেসিসের সাথে ডি কক ৭৩ বলে গড়েন ৮৩ রানের ভাগিদারী। ফলে ১৪.৩ ওভারে নয় উইকেট হাতে রেখে জয়ের লক্ষ্যে পৌছে যায় দক্ষিণ আফ্রিকা। প্রোটিয়াদের একমাত্র আউট হওয়া ব্যাটসম্যান হাশিম আমলাকে বোল্ড করার কৃতিত্বটা সোহেল তানভীরের।

সিরিজের শেষ টি২০ ম্যাচটা শুক্রবার অনুষ্ঠিত হবে একই ভেন্যুতে।

শেয়ার করুন