ছোট পর্দাকে আইরিনের ‘না’

0
149
Print Friendly, PDF & Email

এরই মধ্যে কয়েকটি প্রেক্ষাগৃহ ঘুরে ফেললেন দেশীয় চলচ্চিত্রাঙ্গনের নতুন মুখ আইরিন। এ মাসের ৮ তারিখে দেবাশীষ বিশ্বাস পরিচালিত ‘ভালবাসা জিন্দাবাদ’ ছবিটি মুক্তি পেয়েছে। ছবিতে আইরিনের সাথে সহশিল্পী হিসেবে পর্দা ভাগাভাগি করেছেন আরেফিন শুভ।

নিজের প্রথম ছবি, স্নায়ুচাপে ভোগাটাই স্বাভাবিক। ‘আমি শুধু ভাবছিলাম দর্শক আমাকে কতটা গ্রহণ করবে! এই সঙ্কোচ দূর হয়েছে। দর্শকদের কাছ থেকে খুব ভালো সাড়া পেয়েছি। প্রেক্ষাগৃহে গিয়ে দেখি, তারা অনেক মজা করছে। হাত তালি দিচ্ছে। যেখানে যেমন সাড়া দেয়া দরকার তেমনটাই করছে। এক কথায় তারা পুরো বিনোদন পাচ্ছে’, এটিএন টাইমসকে এভাবেই জানালেন নিজের অভিজ্ঞতা।

তাহলে আইরিন ও শুভ দুজনই এক সাথে হলে গিয়েছিলেন? এই প্রশ্নে আইরিনের ঝটপট উত্তর, ‘না, শুভ ভাই তার চিকিৎসা শেষে ঢাকায় এসেছেন ৮ নভেম্বরের পর। আমি, দেবাশীষ দা’সহ এই ছবির সংশ্লিষ্টরা অভিসার, জোনাকি, বিজিবি, সনি, সৈনিক ক্লাব, আনন্দ এই কয়টি প্রেক্ষাগৃহে নিজ চোখে দেখে এসেছি। হরতালের পর শুভ ভাইসহ আবার যাবো।’

এখন আইরিন গাজীউর রহমানের ‘এই তুমি সেই তুমি’ ছবিতে কাজ করছেন আরজুর বিপরীতে। এছাড়া সাইফ চন্দনের ‘ছেলেটি আবোল তাবল মেয়েটি পাগল পাগল’ ছবিতেও আরজুর সাথে কাজ করছেন। গাজীউর রহমানের ছবিটি এখন সেন্সরে জমা আছে। আর এক লট কাজ করলেই সাইফ চন্দনের ছবির কাজ শেষ হবে।
এ মাসের ৮ তারিখ মুক্তি পেয়েছে আইরিন অভিনীত ‘ভালবাসা জিন্দাবাদ’ ছবিটি

এ মাসের ৮ তারিখ মুক্তি পেয়েছে আইরিন অভিনীত ‘ভালবাসা জিন্দাবাদ’ ছবিটি

এছাড়া আর নতুন কোনো ছবিতে আইরিন কাজ করছেন না। এখন অবসরেই আছেন বলা যায়। এ সম্পর্কে তিনি জানান, ‘আমি নতুন কোনো ছবিতে কাজ করছি না। আমার প্রথম ছবির সাড়া কেমন মেলে এই নিয়ে বেশ উত্তেজনায় ছিলাম। তবে অনেক কথা-বার্তা হচ্ছে।’

চলচ্চিত্রের কাজের জন্য র‌্যাম্পে হাঁটতে পারছেন না তিনি। আবার ছোট পর্দায় কাজের ব্যাপারেও ঘোর আপত্তি আছে আইরিনের। কিন্তু কেনো আপত্তি, সে সম্পর্কে তিনি স্পষ্ট কোনো উত্তর দেননি। শুধু জানালেন, ‘এটা আমার সিদ্ধান্ত।তবে বিজ্ঞাপনে কাজ করতে চাই। যদি সব কিছু ভালো হয়। আর ‌র‌্যাম্পে হাঁটবো। তবে তা অনিয়মিত। যখন সুযোগ মিলবে তখনই র‌্যাম্পে হাঁটবো।’

শেয়ার করুন