আকর্ষণীয় স্বর অথচ অসৎ !

0
165
Print Friendly, PDF & Email

কানাডার এক বিশ্ববিদ্যালয়ের গবেষণায় সম্প্রতি জানা গেছে, নারীরা সাধারণত পুরুষালি, অথচ হালকা পিচের সুন্দর স্বর পছন্দ করেন পুরুষদের। তবে এ আর নতুন কথা কি? সমস্যাটা কিন্তু এখানে নয়, রয়েছে গবেষণা থেকে পাওয়া সিদ্ধান্তের পরের ধাপে।

এইরকম আকর্ষণীয় স্বরের পুরুষরা নাকি একদমই সৎ হন না! দীর্ঘ সম্পর্কের জন্যও তারা একেবারেই আনফিট! তবুও আগুনের দিকে যেভাবে পতঙ্গ ছুটে যায়, তেমনভাবেই নাকি চলতি হাওয়ায় নারীরা এমন স্বরের পুরুষদের দিনে দিনে বেশি-ই পছন্দ করছেন।

গবেষণাটির প্রধান, জিলিয়ান ও কনার বলেছেন, আসলে এইরকম স্বরের পুরুষরা চিটিং করতে পারে জেনেই নারীরা শর্ট টার্ম সম্পর্কে লিপ্ত হতে চান, শুধুমাত্র স্বরের আকর্ষণেই। সূত্র-আনন্দবাজার।

শেয়ার করুন