পুঁজিবাজারে তালিকাভুক্ত ১০ কোম্পানির লেনদেন মঙ্গলবার বন্ধ থাকার পরে আজ বুধবার আবার শুরু হবে।
লভ্যাংশ ঘোষণা ও বিশেষ সাধারণ সভা (ইজিএম) সংক্রান্ত রেকর্ড ডেটের কারনে দেশের দুহ পুঁজিবাজারেই লেনদেন বন্ধ থাকে বলে ডিএসই সূত্রে গেছে।
প্রতিষ্ঠান ১০টি হলো- আইসিবি, বাংলাদেশ বিল্ডিং, তাল্লু স্পিনিং, মিথুন নিটিং, রহিম টেক্সটাইল, প্রাইম টেক্স, এএমসিএল (প্রাণ), শ্যামপুর সুগার, ঝিলবাংলা সুগার মিলস এবং লিবরা ইনফিউশন।








