দিন না গড়াতেই উল্টে দিলেন বক্তব্য। নির্বাচন কমিশনার জাবেদ আলীর বক্তব্যের ১৮০ ডিগ্রি বিপরীত কথা শোনালেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিব উদ্দিন আহমেদ।
তিনি বললেন, ‘বিএনপির সঙ্গে নির্বাচন কমিশনের ব্যক্তিগতভাবে কোনো যোগাযোগ-ই হয়নি।’
তবে সিইসি জানান, ‘আমাদের কোনো কমিশনার বা অন্য কোনো কর্মকর্তার বন্ধু-বান্ধব থাকতে পারেন, বিএনপির সঙ্গে তাদের কথা হয়ে থাকতে পারে। এটা নিশ্চিত কমিশনের পক্ষ থেকে কোনো আলাপ বিএনপির সঙ্গে করা হয়নি।’
বুধবার কমিশন সচিবালয়ে কমিশনারদের বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
সিইসি বলেন, ‘তাদের (বিএনপি) সঙ্গে সরাসরি যোগাযোগ না করলেও গণমাধ্যমের মাধ্যমে সব দলকেই আহ্বান জানিয়েছি এবং আমরা আশা করব সকল দল গণতন্ত্রের স্বার্থে নির্বাচনে অংশগ্রহণ করবে।’
এ সময় তিনি বলেন, ‘নির্বাচনী আচরণবিধি ওয়েবসাইটে দিয়েছিলাম, সেখানে কিছু সুপারিশ ও মন্তব্য এসেছিল। তা থেকে আমরা আজকের বৈঠকে দুটি মন্তব্য গ্রহণ করেছি।’
রকিব উদ্দিন বলেন, ‘এর প্রথমটি হলো- বিভিন্ন স্কুল বা অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের গভর্নিং বডির চেয়ারম্যান থাকে এমপিরা বা তার মনোনীত ব্যক্তিরা। এবার তারা এই কমিটিতে থাকতে পারবে না নির্বাচনকালীন সময়ে। আর দ্বিতীয়ত, নির্বাচনকালীন সময়ে মনোনয়নপত্র দাখিলের সময় কোনো প্রকার মিছিল মিটিং করা যাবে না। যেটা পূর্বেও আমাদের আইনে ছিল। এবার তার সঙ্গে একটি যোগ করা হয়েছে, কেউ বেআইনিভাবে যদি মিছিল করে তবে তাদের অনুরুপ লোকজন নিয়ে বাধাও দেওয়া যাবে না।’
এর আগে গতকাল মঙ্গলবার নির্বাচন কমিশনার জাবেদ আলী সাংবাদিকদের বলেন, ‘বিএনপিসহ নিবন্ধিত সব রাজনৈতিক দলের সঙ্গে আমরা পূর্বেও যোগাযোগ করেছি, এখনো করছি এবং আগামীতেও করব। তারা ইতবাচক সাড়া দিচ্ছেন।’