নেতাদের সঙ্গে বসছেন খালেদা, আবারো আসছে হরতাল!

0
173
Print Friendly, PDF & Email

নির্দলীয় সরকারের দাবিতে টানা ৮৪ ঘণ্টার হরতাল কর্মসূচি শেষে নতুন কর্মসূচি ঠিক করতে দলের স্থায়ী কমিটিসহ সিনিয়র নেতাদের সঙ্গে বৈঠক করবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বুধবার রাত সাড়ে আটটায় তার গুলশানের কার্যালয়ে এ বৈঠক হ্ওয়ার সম্ভবানা রয়েছে। বৈঠকে আগামী সপ্তাহে সময়সীমা কম হলেও আবারো হরতালের কর্মসূচি দেয়াসহ নতুন কর্মসূচি ঠিক করা হবে বলে দলীয় সূত্রে জানা গেছে।

দলীয় সূত্রে জানা গেছে, চলমান রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্তের কারণে বেশ কয়েকদিন ধরে আত্মগোপনে থাকলেও এ বৈঠকে কমপক্ষে ছয়জন স্থায়ী কমিটির সদস্যের যোগ দেয়ার কথা রয়েছে। এছাড়া যাদের পক্ষে সম্ভব দলের সেসব সিনিয়র নেতাদেরও বৈঠকে যোগ দেয়ার কথা আছে বলে জানা গেছে।

স্থায়ী কমিটির একজন সদস্য নাম না প্রকাশের শর্তে নতুন বার্তা ডটকমকে বলেছেন, “আমরা অন্তত ছয়জন সদস্যের বৈঠকে যোগ দেয়ার সিদ্ধান্ত আছে। বৈঠক থেকে নতুন কর্মসূচি ঠিক করা হবে।” তবে আগামী সপ্তাহে হরতালের কর্মসূচি দেয়ার চিন্তা করা হচ্ছে বলেও জানান তিনি।

শেয়ার করুন