প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয় বলেছেন, নেতা হতে আসিনি, এসেছি দেশের মানুষের সেবা করতে।
বুধবার দুপুরে গণভবনে আইনজীবীদের সঙ্গে মতবিনিময় সভায় এক প্রশ্নের জবাবে তিনি বলেন, যারা হরতালের নামে মানুষ খুন করে, হত্যার পরিকল্পনা করে, দেশ অচল করার হুমকি দেয় তাদের আইনের আওতায় আনা উচিত।
মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য অ্যাডভোকেট ইউসুফ হোসেন, সংসদ সদস্য ব্যারিস্টার ফজলে নূর তাপস, কার্যকরী পরিষদের সদস্য অ্যাডভোকেট মমতাজ উদ্দীন মেহেদি প্রমুখ।